Advertisement
Advertisement

Breaking News

এখনই নোট বদলের প্রক্রিয়ায় স্থগিতাদেশ নয়

যতদিন না টাকার ঘাটতি মিটছে এবং কাজ ১০০ শতাংশ সম্পন্ন হচ্ছে, ততদিন এই নোট বদলের প্রক্রিয়া জারি থাকবে৷

No proposal to stop exchange of old Rs 500, 1000 notes
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 19, 2016 11:44 am
  • Updated:November 19, 2016 12:34 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিন ধরে নোট বাতিলকে কেন্দ্র করে নানা ধরনের খবর বাজারে রটছে৷ এক এক সময় কেন্দ্রের এক একটি নির্দেশে মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ৷ নোট বাতিলকে ঘিরে যে কোনও গুজবই যেন সাধারণ মানুষের এই অবস্থাকে আরও শোচনীয় করে তুলছে৷

কিন্তু গতকাল রাত থেকে যে খবরটি দেশের সাধারণ মানুষের ঘুম কেড়ে নিয়েছিল, তা হল কেন্দ্রের পক্ষ থেকে নাকি নোট বদল করার প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হবে৷ এই খবরেই যখন গোটা দেশ তোলপাড় তখনই শুক্রবার কেন্দ্রর পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হল এখনই টাকা এক্সচেঞ্জ বন্ধ করার কোনও সিদ্ধান্ত নেয়নি সরকার৷ এক আধিকারিক জানিয়েছেন, “সাধারণ মানুষের কাছে নির্দিষ্ট অঙ্কের টাকা পৌঁছনোর প্রক্রিয়া ৬০ শতাংশ সম্পন্ন হয়েছে৷ যতদিন না টাকার ঘাটতি মিটছে এবং কাজ ১০০ শতাংশ সম্পন্ন হচ্ছে, ততদিন এই নোট বদলের প্রক্রিয়া জারি থাকবে৷”

Advertisement

পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বদল করে নতুন নোট নেওয়ার যে নিয়ম আপাতত চালু ছিল সেই পন্থায় টাকা এক্সচেঞ্জ করা যাবে আরও কয়েকদিন৷ প্রসঙ্গত, একটি জাতীয় সংবাদমাধ্যম সূত্রে জানানো হয়েছিল চলতি মাসের ২৪ তারিখের আগেই ব্যাঙ্কগুলিতে বন্ধ করে দেওয়া হবে নোট টাকা বদলের প্রক্রিয়া৷ আর এই খবর প্রকাশ্যে আসতেই বিপাকে পড়েন সাধারণ মানুষ৷

Advertisement

আগে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, যদি পর্যাপ্ত পরিমান নতুন নোট বাজারে চলে আসে তবে এই টাকা বদল প্রক্রিয়া বন্ধ হতে পারে৷ সেক্ষেত্রে প্রতি ব্যাঙ্কের নিজস্ব অ্যাকাউন্ট হোল্ডাররা নিজেদের অ্যাকাউন্টে পুরনো টাকা জমা করে নতুন টাকা তুলতে পারেন৷ কিন্তু এদিন এই ধরনের সিদ্ধান্তকে একপ্রকার বাতিল বলেই দাবি করেন আধিকারিকরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ