Advertisement
Advertisement

Breaking News

Eknath Shinde

‘মহা’সংকটে শিব সেনা! ‘দল ছাড়ছি না’, শিণ্ডের আশ্বাসেও বিদ্রোহীদের BJP যোগের সম্ভাবনা তুঙ্গে

গুয়াহাটিতে 'বিদ্রোহী' শিব সেনা বিধায়কদের স্বাগত জানান বিজেপি নেতারা।

Not joining hands with BJP, says Eknath Shinde after reaching to Guwahati। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:June 22, 2022 9:07 am
  • Updated:June 22, 2022 9:24 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রে ‘মহা’ সংকটে মহা বিকাশ আগাড়ি (MVA)। শিব সেনার (Shiv Sena) বিদ্রোহী নেতা একনাথ শিণ্ডে (Eknath Shinde) নিজের অনুগামী বেশ কিছু বিধায়ককে সঙ্গে নিয়ে প্রথমে গুজরাটের সুরাটে গিয়ে সেখানকার একটি হোটেলে ওঠেন। সেখান থেকে তাঁরা পৌঁছে গিয়েছেন গুয়াহাটিতে। তাঁদের স্বাগত জানাতে হাজির ছিলেন বিজেপি শাসিত রাজ্যের গেরুয়া নেতারা। ফলে শিণ্ডে ও বাকিদের বিজেপিতে যোগদানের সম্ভাবনা ক্রমেই বাড়ছে। কিন্তু এই পরিস্থিতিতে শিণ্ডে কিন্তু অন্য কথাই বলছেন। তাঁর দলের বাকিরা মুখে কুলুপ আঁটলেও তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শিব সেনার হাত তাঁরা ছাড়ছেন না।

ঠিক কী বলেছেন তিনি? তাঁর কথায়, ”আমরা বালাসাহেব ঠাকরের শিব সেনা ত্যাগ করিনি। করবও না। সব মিলিয়ে ৪০ জন শিব সেনা বিধায়ক রয়েছেন এখানে। আমরা বালাসাহেবের হিন্দুত্বের পথ অনুসরণ করে সেটাকেই এগিয়ে নিয়ে যাব। ” কিন্তু তাহলে তাঁরা কেন মহারাষ্ট্র ছেড়ে বিজেপি শাসিত অসমে? এপ্রসঙ্গে শিণ্ডের দাবি, এটা নেহাতই বেড়াতে আসা ছাড়া আর কিছু নয়।

Advertisement

[আরও পড়ুন: গানের গুঁতো আর মোক্সাবাদ! রাতদুপুরে রোদ্দুর রায়ের জোড়া অত্যাচারে ঘুম ছুটেছে বন্দিদের]

কিন্তু শিণ্ডে এমন কথা বললেও গুয়াহাটি বিমান বন্দরে উপস্থিত দুই বিজেপি বিধায়কের সঙ্গে তাঁদের করমর্দনকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। শিণ্ডে ও তাঁর অনুগামীরা ঠিক কী চাইছেন, তা জানতে এখনও অপেক্ষা করতেই হবে বলে মনে করা হচ্ছে। অনেকেরই মতে, ‘নাটক’ এখনও অনেক বাকি রয়েছে।

Advertisement

এদিকে এই পরিস্থিতিতে বুধবার দুপুর একটার সময় একটি বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। সেই বৈঠকে রাজ্যের মন্ত্রিসভার সব সদস্যকে উপস্থিত থাকতে বলা হয়েছে। মনে করা হয়েছে, বর্তমান পরিস্থিতি নিয়েই গুরুত্বপূর্ণ আলোচনা হবে এই বৈঠকে।

[আরও পড়ুন: সংস্কৃত টোলগুলি বিশ্ববিদ্যালয়ের অধীনে আনার পথে রাজ্য, বিধানসভায় জানালেন শিক্ষামন্ত্রী]

সোমবার মহারাষ্ট্র বিধান পরিষদের ফল প্রকাশিত হওয়ার পরই এই পরিস্থিতির সৃষ্টি হয়। একনাথ শিণ্ডে নিজের অনুগামী বেশ কিছু বিধায়ককে সঙ্গে নিয়ে সুরাটের একটি হোটেলে ওঠেন। শিণ্ডে শিব সেনার সবচেয়ে জনপ্রিয় নেতাদের মধ্যে একজন। সূত্রের খবর, দলে তাঁর গুরুত্ব কমে যাওয়া নিয়ে বহুদিন ধরে অসন্তুষ্ট ছিলেন থানের ‘স্ট্রংম্যান।’ সঞ্জয় রাউতের (Sanjay Raut) গুরুত্ব বাড়াটাও তাঁর গোঁসা করার অন্যতম কারণ। এখন দেখার, পরিস্থিতি কোনদিকে গড়ায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ