Advertisement
Advertisement

Breaking News

নদীতে ভেসে উঠল ৫০০ এবং ১০০০ টাকার নোট, তাজ্জব জনতা

বুধবার পুলিশ এই বিপুল পরিমাণ ছেঁড়া নোট দু'জায়গা থেকেই উদ্ধার করেছে৷

Note Ban: Torn Rs 500, 1000 found floating in Guwahati river
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 17, 2016 5:27 pm
  • Updated:November 17, 2016 5:27 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিল হয়ে যাওয়ার পর বহু গচ্ছিত কালোধনের রহস্য ফাঁস হয়েছে৷ দেশের বিভিন্ন প্রান্তে অনাথের মতো পড়ে থাকতে দেখা গিয়েছে বাতিল নোটকে৷ কোথাও গাড়ির ভিতর থেকে উদ্ধার হয়েছে পুরনো ৫০০ এবং ১০০০ টাকার নোটের মোটা বান্ডিল, তো আবার কখনও বস্তা থেকে মিলেছে প্রচুর পোড়া নোট৷ এমনই ছবি ফের ধরা পড়ল গুয়াহাটিতে৷ গুয়াহাটির দু’টি আলাদা জায়গা থেকে উদ্ধার হয়েছে প্রায় সাড়ে তিন কোটি টাকা৷ যার সব নোটই ছেঁড়া৷

গুয়াহাটির অনিল নগরে ভারালু নদীর তীরে এবং নরেঙ্গি রেল স্টেশনের কাছে একটি নর্দমায় ভাসতে দেখা গিয়েছিল হাজার হাজার বাতিল টাকার ছেঁড়া নোট৷ বুধবার পুলিশ এই বিপুল পরিমাণ ছেঁড়া নোট দু’জায়গা থেকেই উদ্ধার করেছে৷ কে বা কারা এত নোট সেখানে ফেলে গিয়েছে, তা এখনও জানা যায়নি৷ তবে নোটগুলি আদৌ আসল কি না, তাও পরীক্ষা করে দেখা হবে বলে জানানো হয়েছে৷

Advertisement

এর আগে সোমবার গুয়াহাটির চন্দননগর এবং রুক্মিনীগাঁও এলাকা থেকেও বাতিল হয়ে যাওয়া ছেঁড়া নোট উদ্ধার করেছিল পুলিশ৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ