Advertisement
Advertisement

Breaking News

drown

হ্রদের জলে ডুবছে দুই বন্ধু, বাঁচাতে ঝাঁপ তিন কিশোরের, মৃত পাঁচজনই

ডুবুরি নামিয়ে দেহ উদ্ধার করে পুলিশ।

Now 5 children drown in Krishna Sagar Lake in Gujarat | Sangbad Pratidin

ছবি: প্রতীকী।

Published by: Kishore Ghosh
  • Posted:May 14, 2023 1:00 pm
  • Updated:May 14, 2023 1:18 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মর্মান্তিক ঘটনা গুজরাটে (Gujrat)। হ্রদের জলে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল পাঁচ কিশোরের। শুরুতে জলে নেমেছিল দুই কিশোর। তিন বন্ধু দাঁড়িয়ে ছিল পাড়ে। বন্ধুরা ডুবে যাচ্ছে দেখে তাঁদের বাঁচাতে জলে ঝাঁপ দেয় তিন কিশোর। যদিও বন্ধুদের বাঁচাতে পারেনি, উলটে তারাও তলিয়ে যায়। পরে ডুবুরি নামিয়ে পাঁচ কিশোরের দেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় শোকের ছায়া নামে এলাকায়।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি বোতাড় জেলার। শনিবার দুপুরে স্থানীয় কৃষ্ণসাগর হ্রদে স্নান করতে গিয়েছিল পাঁচ বন্ধু। প্রথম জলে নামে দুই কিশোর। সাঁতার কাটতে কাটতে তারা পাড় থেকে অনেকটা দূরে চলে যায়। ফেরার সময় কিছুটা সাঁতার কেটেই দম হারিয়ে ফেলে। এরপর হাবুডুবে খেতে শুরু করে। বন্ধুদের বিপদ দেখে বাকি তিন কিশোর জলে ঝাঁপিয়ে পড়ে তাদের বাঁচানোর চেষ্টা করে। যদিও তারাও জলে ডুবে যায়। পাড়ের কাছাকাছি থাকা এক ব্যক্তির নজরে পড়ে বিষয়টি। তিনিই লোক ডাকাডাকি করেন।

Advertisement

[আরও পড়ুন: কর্ণাটকের ধাক্কা, মধ্যপ্রদেশে কৃষকদের ঋণে সুদ মকুব অভিযান শুরু করছে বিজেপি]

খবর পেয়ে বিকেল সাড়ে চারটে নাগাদ ঘটনাস্থলে আসে পুলিশ। ততক্ষণে অবশ্য কিশোরদের বেঁচে থাকার কোনও সম্ভাবনা ছিল না। বোতাড়ের পুলিশ সুপার জানিয়েছেন, “ডুবুরি নামিয়ে পাঁচ কিশোরের দেহ উদ্ধার করা হয়েছে। মৃত কিশোরদের বয়স ১৬-১৭ বছরের মধ্যে।”

Advertisement

[আরও পড়ুন: মোদির পছন্দে আপত্তি অধীরের! পরবর্তী CBI প্রধান পদে ৩ নাম নিয়ে আলোচনা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ