Advertisement
Advertisement

Breaking News

Rice

এবার সস্তার বাসমতী চাল রপ্তানিও বন্ধ, কড়া নির্দেশিকা কেন্দ্রের

১২০০ ডলারের কম দামের বাসমতী চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি।

Now Central Government Decides Not To Allow Basmati Rice Exports Below $1,200 Per Tonne | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:August 28, 2023 12:18 pm
  • Updated:August 28, 2023 12:19 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাময়িকভাবে কিছু বাসমতী চাল (Basmati Rice) রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় সরকার। রবিবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে, বিদেশের বাজারে ১২০০ ডলারে কম দামে বিক্রি হওয়া বাসমতী চালে রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

তবে এই দামের ঊর্ধ্বে বাসমতী চালের ক্ষেত্রে রপ্তানিতে কোনও নিষেধাজ্ঞা থাকছে না। প্রসঙ্গত, ভারত থেকে যে যে পণ্য রপ্তানি করা হয়, সেগুলির মধ্যে সবথেকে চাহিদা থাকা পণ্যের তালিকার শীর্ষেই থাকে বাসমতী চাল। ২০২২-’২৩ অর্থবর্ষে ভারত থেকে ৪৭৯ কোটি ডলার অর্থের বাসমতী চাল বিদেশে পাঠানো হয়েছিল। মূলত মধ্যপ্রাচ্য এবং আমেরিকায় রপ্তানি করেছিল ভারত। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের নির্দেশিকায় জানানো হয়েছে, সুগন্ধি বাসমতী চালের রপ্তানির ক্ষেত্রে যে যে নিয়ম প্রযোজ্য হয়, সেই নিয়মের আওতায় বাসমতী ছাড়াও অন্য চাল দেশের বাইরে পাঠানো হচ্ছিল বলে গোপন সূত্রে খবর মিলেছিল। সেই পরিস্থিতিতে বাসমতী চালের রপ্তানি উপর বিধিনিষেধ জারি করা হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ফের উচ্চাশার বলি কোটায়, আত্মঘাতী দুই পড়ুয়া! এই বছরই মৃত ২৪]

প্রসঙ্গত, আগেই সাধারণ চাল (Rice) রপ্তানি নিষিদ্ধ করেছিল বিশ্বের বৃহত্তম চাল রপ্তানিকারী দেশ ভারত। আবহাওয়ার খামখেয়ালিপনায় স্থানীয় বাজারে লাফিয়ে বেড়েছে দাম। এই পরিস্থিতিতে গত ২০ জুলাই নন-বাসমতী সাদা চাল (Non-basmati white rice) রপ্তানি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল মোদি সরকার। এবার সস্তার বাসমতী চালের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নিল কেন্দ্র।  

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ