Advertisement
Advertisement
Uttar Pradesh

আতিক কাণ্ডের পুনরাবৃত্তি! এবার উত্তরপ্রদেশের আদালত চত্বরেই গুলিতে ঝাঁজরা কুখ্যাত গ্যাংস্টার

আইনজীবীর পোশাক পরে হামলা চালায় দুষ্কৃতীরা।

Now Gangster Shot Dead Outside UP Court and Attacker Was Dressed As Lawyer | Sangbad Pratidin

ছবি: প্রতীকী।

Published by: Kishore Ghosh
  • Posted:June 7, 2023 5:35 pm
  • Updated:June 7, 2023 6:08 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যোগীরাজ্যের আইনশঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের প্রশ্ন উঠল। আতিক কাণ্ডের পুনরাবৃত্তি দেখা গেল উত্তরপ্রদেশে (Uttar Pradesh)! লখনউতে আদালত চত্বরে গুলিতে ঝাঁজরা হলেন কুখ্যাত গ্যাংস্টার। জানা গিয়েছে, পুলিশের চোখে ধুলো দিয়ে আইনজীবীদের পোশাক পরে গ্যাংস্টার সঞ্জীব জিবার উপর হামলা চালিয়েছে দুষ্কৃতী। খুনের পরেই চম্পট দেয় সে। দিনের আলোয় প্রকাশ্যে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্যাস্টার সঞ্জীব মাহেশ্বরী জিবার বিরুদ্ধে ডজন খানেক ফৌজদারি মামলা রয়েছে। জিবার গ্যাং গত কয়েক বছরে খুন, রাহাজানি, অপহরণের মতো অপরাধমূলক কাজকর্ম চালাচ্ছিল। দীর্ঘদিন জেলবন্দি ছিলেন কুখ্যাত অপরাধী। কিছুদিন আগে জামিনে মুক্ত হন। বাহুবলী নেতা তথা প্রাক্তন বিধায়ক মুখতার আনসারির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। বিজেপি বিধায়ক কৃষ্ণানন্দ রাইয়ের খুনের ঘটনাতে অভিযুক্ত ছিলেন তিনি। এদিন একটি মামলায় লখনউয়ের আদালতে হাজিরা দিতে এসেছিলেন জিবা। অন্যদিকে পুলিশের চোখে ধুলো দিয়ে আইনজীবীর পোশাক পরে তৈরি ছিল দুষ্কৃতী। যদিও এখনও স্পষ্ট নয় এক না একাধিক দুষ্কৃতী হামলা চালিয়েছে। জিবা আদালত কক্ষে ঢোকার আগেই তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানো হয়।

Advertisement

[আরও পড়ুন: বিরোধী শিবিরে ধাক্কা! কর্ণাটকে ভরাডুবির পর বিজেপির দিকে ঝুঁকছে ‘পুরনো বন্ধু’ জেডিএস]

ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন রক্তাক্ত জিবা। খুনের কিছু পরের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে, পুলিশকর্মীরা আহত গ্যাংস্টারের শরীরের রক্তপাত বন্ধ করার চেষ্টা করছেন। গুলিবিদ্ধ গ্যাংস্টারকে হাসপাতাল নিয়ে যাওয়ার চেষ্টা করেন উপস্থিত পুলিশকর্মীরা। যদিও শেষ পর্যন্ত অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে গ্যাংস্টারের। উল্লেখ্য, মাস দু’য়েক আগে পুলিশি ঘেরাটোপের মধ্যেই দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় গ্যাংস্টার রাজনীতিবিদ আতিক আহমেদ এবং তাঁর ভাইয়ের। ফের একই ধরনের ঘটনায় প্রশ্ন উঠছে। 

[আরও পড়ুন: ‘কয়েক জায়গায় ঔরঙ্গজেবের বাচ্চা জন্মেছে’, কোলাপুরের হিংসা নিয়ে বেফাঁস ফড়নবিস]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement