Advertisement
Advertisement

ট্রেনে পরিচয়পত্র হিসেবে এবার মান্যতা পাবে ই-আধার

পরিচয়ের প্রমাণ হিসেবে আর কী কী মান্যতা পাবে জানুন এই প্রতিবেদনে।

Now Railways to accept E-Aadhaar as identity proof
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 30, 2017 3:57 pm
  • Updated:June 30, 2017 3:59 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার ট্রেনে যাতায়াতের পথেও যুক্ত হল আধার কার্ড। রেলমন্ত্রক জানিয়েছে, এবার থেকে ট্রেনে সফররত যাত্রীরা নিজেদের পরিচয়ের প্রমাণপত্র হিসেবে ই-আধার কার্ড ব্যবহার করতে পারবেন। তাই পরিচয়ের প্রমাণপত্রের তালিকায় ই-আধারের অন্তর্ভুক্তি হওয়ায় তা বেড়ে দাঁড়াল মোট দশে। অর্থাৎ এখন থেকে ১০টি প্রমাণপত্রের যেকোনও একটি আপনার সঙ্গে থাকলে তা পরিচয়পত্র হিসেবে গ্রাহ্য হবে।

[বিয়ে টিকিয়ে রাখতে এই কাজটা অবশ্যই মন দিয়ে করুন]

Advertisement

ভারতীয় রেলমন্ত্রক সদ্য প্রকাশিত একটি বিবৃতিতে জানিয়েছে, ডাউনলোড করা আধার কার্ড বা ই-আধার কার্ড যাত্রীর পরিচয়পত্র হিসেবে কার্যকর হবে। ট্রেনে সফরের সময়ে টিকিটের সঙ্গে যে পরিচয়পত্র দেখাতে হয়, সেই তালিকায় ই-আধারের অন্তর্ভুক্তিকে অনেকেই স্বাগত জানাচ্ছেন।

Advertisement

[জানেন, এবার কোন নয়া চমক নিয়ে আসছেন ‘বাহুবলী’ প্রভাস?]

রেলমন্ত্রকের প্রকাশ করা ওই বিবৃতিতে বলা হয়েছে, সংরক্ষিত কামরায় যাত্রীদের অবশ্যই পরিচয়পত্র দেখাতে হবে। যেসব পরিচয়পত্র গ্রাহ্য হবে, সেগুলিরও তালিকা প্রকাশ করেছে রেল।

১. ভোটার কার্ড

২. পাসপোর্ট

৩. প্যান কার্ড

৪. ড্রাইভিং লাইসেন্স

৫. রাজ্য অথবা কেন্দ্র সরকার অনুমোদিত যেকোনও পরিচয়পত্র

৬. পড়ুয়াদের ক্ষেত্রে সরকারি স্কুল অথবা কলেজের সচিত্র পরিচয়পত্র

৭. রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সচিত্র পাসবই

৮. ল্যামিনেশন করা ছবি দিয়ে ক্রেডিট কার্ড

৯. রেশন কার্ড

১০. ই-আধার কার্ড

রেলমন্ত্রক বলছে, এবার ট্রেনে যাতায়াত অনেক সহজসাধ্য হবে যাত্রীদের কাছে। সংরক্ষিত টিকিট দেখানোর সময় যেসব পরিচয়পত্র দেখাতে হয়, তার তালিকা বাড়লে যাত্রীদেরই সুবিধা হবে, সেকথা বলাই বাহুল্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ