Advertisement
Advertisement
Udhayanidhi Stalin

‘বিধবা এবং আদিবাসী বলেই রাষ্ট্রপতি ব্রাত্য সংসদ ভবনে’, ফের বিস্ফোরক উদয়নিধি

'এটাই সনাতন ধর্ম?' বিতর্ক উসকে প্রশ্ন স্ট্যালিনপুত্রের।

Now Udhayanidhi Stalin Says President not invited to new Parliament as she is tribal and widow | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:September 21, 2023 12:16 pm
  • Updated:September 21, 2023 12:18 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতকাল লোকসভায় পাশ হয়েছে মহিলা সংরক্ষণ বিল (Women Reservation Bill)। আজ পেশ হবে রাজ্যসভায়। বিলটি আইনে পরিণত হল কৃতিত্ব দাবি করতে দেরি করবে না মোদি সরকার, যেহেতু লোকসভা ভোটের আগেভাগে দেশের মহিলা ভোটারদের মন পেতে তৎপর গেরুয়া শিবির। যদিও দেশের মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (Droupadi Murmu) ২৮ মে নতুন সংসদ ভবনের উদ্বোধন কর্মসূচিতে এবং ১৯ সেপ্টেম্বর ওই ভবনে লোকসভা এবং রাজ্যসভার প্রথম অধিবেশনের দিনে ডাকা হয়নি। যা নিয়ে এবার তোপ দাগলেন তামিলনাড়ুর (Tamil Nadu) মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের পুত্র উদয়নিধি (Udhayanidhi Stalin)। তাঁর দাবি, রাষ্ট্রপতি দ্রৌপদী বিধবা এবং আদিবাসী জনজাতি সম্প্রদায়ের প্রতিনিধি বলেই বিজেপি (BJP) সরকার প্রাপ্য সম্মান দিচ্ছে না।

উদয়নিধি স্ট্যালিনের করা সনাতন মন্তব্যে দেশজুড়ে বিতর্ক এখনও অব্যাহত। তার মধ্যেই রাষ্ট্রপতির আমন্ত্রণ বিতর্কে নতুন মাত্রা দিলেন তিনি। বুধবার মাদুরাইতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে স্ট্যালিনপুত্র বলেন, “নতুন সংসদ ভবনের উদ্বোধন হয়েছে। অথচ দেশের প্রথম নাগরিক রাষ্ট্রপতি সেখানে ব্রাত্য। তিনি বিধবা এবং আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি বলেই আমন্ত্রণ জানানো হয়নি। এটাই সনাতন ধর্ম? আমরা এর বিরুদ্ধে সরব হব।” আরও উল্লেখ করেন, সংসদে মহিলা সংরক্ষণ বিল পেশ করার সময় হিন্দি ছবির অভিনেত্রীদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল। যদিও ব্যক্তিগত পরিচয়ের কারণে রাষ্ট্রপতি বাদ পড়েছেন। এই ধরনের সিদ্ধান্ত ‘সনাতন ধর্ম’-এর প্রভাবকে ইঙ্গিত করে।

Advertisement

[আরও পড়ুন: কানাডাকে প্রবল ধাক্কা, ভিসা পরিষেবা বন্ধ করল দিল্লি]

প্রসঙ্গত, সনাতন ধর্মের সঙ্গে ডেঙ্গু ও ম্যালেরিয়ার তুলনা করে বিতর্কে জড়ান উদয়নিধি স্ট্যালিন (Udhayanidhi Stalin)। সম্প্রতি ‘সনাতন অ্যাবলিশন কনফারেন্সে’ যোগ দিয়েছিলেন উদয়নিধি। সেখানেই তিনি বলেন, “কিছু জিনিসের প্রতিবাদ করা যায় না। সেগুলির অবলুপ্ত ঘটানো দরকার। আমরা ডেঙ্গু, মশা, ম্যালেরিয়া কিংবা করোনার বিরোধিতা করি না। আমরা সেটা নির্মূল করি। ঠিক সেভাবেই আমাদের সনাতন ধর্মকে অবলুপ্ত করতে হবে। ‘সনাতন’ শব্দটা এসেছে সংস্কৃত থেকে। এটা সামাজিক ন্যায় ও সাম্যের বিরুদ্ধে।” ওই ঘটনায় স্ট্যালিনপুত্রের শিরচ্ছেদের হুঁশিয়ারি দেন অযোধ্যার মহন্ত পরমহংস আচার্য। নিজে উদয়নিধির মাথা কাটবেন, একথা বলার পাশাপাশি কেউ এই কাজ করলে তাঁকে ১০ কোটি টাকা পুরস্কার দেবেন বলেও ঘোষণা করেন।

Advertisement

[আরও পড়ুন: পাহাড়ি রাস্তায় ট্রাকের ধাক্কায় খাদে পড়ল গাড়ি, নাগাল্যান্ডে দুর্ঘটনায় মৃত ৮]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ