Advertisement
Advertisement

মোদির বিরুদ্ধে অশ্লীল মন্তব্য পাকিস্তানের

ভারতে গোপনে হামলা পাকিস্তানের৷

NSG Website Hacked, obscene message against PM Modi Posted
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 1, 2017 4:27 pm
  • Updated:January 1, 2017 4:33 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে অশ্লীল মন্তব্যের অভিযোগ পাকিস্তানের বিরুদ্ধে৷ সার্জিক্যাল স্ট্রাইকের ‘প্রতিশোধ’ নিতে রবিবার এনএসজি-র ওয়েবসাইটে হামলা চালায় একদল পাক হ্যাকার৷ ভূমি থেকে ভূমির লড়াইতে ভারতীয় সেনাবাহিনীর সামনে যে তারা টিকতে পারবে না, সে কথা আঁচ করতে পেরেই কি এবার হ্যাকারদের এগিয়ে দিল পাকিস্তান, উঠছে প্রশ্ন৷

ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি-র ওয়েবসাইটে এদিন হামলা চালায় একদল পাক হ্যাকার৷ হ্যাকাররা ‘আজাদ কাশ্মীর’-এর দাবি তুলে মেসেজ পোস্ট করতে থাকে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধেও পোস্ট করা হয় একাধিক অশ্লীল মন্তব্য৷ বেশ কিছুক্ষণের জন্য ওয়েবসাইটটি হ্যাকারদের কবলে ছিল৷ পরে কেন্দ্রীয় গোয়েন্দাদের যুদ্ধকালীন তৎপরতায় ওয়েবসাইটটি স্বমহিমায় ফিরিয়ে আনতে সফল হন৷ আপাতত ওয়েবসাইটটি বন্ধ রয়েছে৷

Advertisement

hacker_web

Advertisement

ভারতে জঙ্গি হানা রুখতে গড়ে তোলা হয় এনএসজি৷ দেশের ভিভিআইপিদের নিরাপত্তায় বহাল থাকে এই বাহিনী। এই বাহিনীর সদস্যরা সব সময় সজাগ ও সতর্ক। প্রখর দৃষ্টিশক্তি ও একইসঙ্গে মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার চূড়ান্ত ক্ষমতা থাকে এই বাহিনীর। প্রতি বছর বিভিন্ন বাহিনী থেকে মনোনীত ১০০ জন এই বাহিনীতে যোগদানের জন্য প্রশিক্ষণ নিতে শুরু করলেও চূড়ান্তভাবে বাছাই হন তাঁদের মাত্র ২০ শতাংশ। এই বাহিনীর দুটি ভাগ রয়েছে। একটি স্পেশাল অ্যাকশন ফোর্স ও অপরটি স্পেশাল রেঞ্জার্স গ্রুপ। কেন্দ্রীয় গোয়েন্দাদের অনুমান, এনএসজি-র মতো সম্মানীয় বাহিনীকে জনসমক্ষে ছোট করতেই ওয়েবসাইটে হ্যামলা চালিয়ে অশ্লীল মেসেজ পোস্ট করে পাক হ্যাকাররা৷ প্রধানমন্ত্রীকে সতর্ক করে পোস্ট করা হয়েছে মেসেজ, যা শালীনতার সীমা লঙ্ঘন করেছে৷

ngs-website-hack_web

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ