Advertisement
Advertisement

Breaking News

Ola

বছরের শুরুতেই ফের ছাঁটাই, চাকরি গেল ২০০ Ola কর্মীর

গত বছরই ১১০০ কর্মী ছাঁটাই করেছিল সংস্থাটি।

Ola fires 200 more employees। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:January 13, 2023 3:17 pm
  • Updated:January 13, 2023 3:17 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২২ সালে ১১০০ কর্মী ছাঁটাই করার পর নতুন বছরের শুরুতেও ফের ছাঁটাইয়ের পথে হাঁটল অ্যাপনির্ভর সংস্থা ওলা। এবার একলপ্তে চাকরি গেল ২০০ জনের। ওলা ক্যাবস, ওলা ইলেকট্রিক ও ওলা ফিনান্সিয়াল সার্ভিসেস থেকে এই কর্মীদের ছাঁটাই করা হয়েছে। এক সংবাদমাধ্যমের সূত্রের দাবি, এই সপ্তাহের গোড়া থেকেই ছাঁটাই পর্ব শুরু হয়েছে।

কিন্তু কেন এভাবে ছাঁটাই? সংস্থার তরফে এর সাফাই দিতে বলা হচ্ছে, অপ্রয়োজনীয়তা কমিয়ে শক্তিশালী কাঠামো তৈরি করতেই এমন সিদ্ধান্ত। গত সাত মাসে সব মিলিয়ে ১ হাজারেরও বেশি কর্মীকে সরিয়ে দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, সম্প্রতি অধিগ্রহণ করা অ্যাভেল ফিনান্স অ্যাপটি বন্ধ করে সেটাকে ওলা মানির সঙ্গে মিলিয়ে দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে সংস্থা।

Advertisement

[আরও পড়ুন: মহারাষ্ট্রের শিরডিতে মর্মান্তিক দুর্ঘটনা, ৭ মহিলা ও ২ শিশু-সহ দশজনের মৃত্যু]

কেবল ছাঁটাই-ই নয়। পরিষেবা উন্নত করা নিয়েও পদক্ষেপ করছে ওলা (Ola)। এদেশের সবচেয়ে জনপ্রিয় অ্যাপ ক্যাব পরিষেবার একটি হল ওলা। এবার তাদের পরিকল্পনা দেশে ইভি ক্যাব পরিষেবা শুরু করা। বিষয়টি মোটামুটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেও গিয়েছে। শোনা যাচ্ছে এই পরিষেবার জন্য সেরা চালকদের বাছাই করছে সংস্থাটি। তাছাড়া জিরো ক্যানসেলেশন ও ১০০ শতাংশ অনলাইন পেমেন্টও চালু করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। অনেক সময়ই গন্তব্য জানার পরে গাড়ির চালকরা যাত্রাটি ক্যানসেল করে দেন। কিংবা নগদ টাকা দেওয়ার জন্য়ও চাপ দিতে থাকেন। এই ধরনের বিষয়কে পুরোপুরি বন্ধ করতে তৎপর ওলা।

Advertisement

পাশাপাশি ইলেকট্রিক স্কুটারের বাজারেও ঝাঁপাতে চাইছে ওলা। ওলা এস১ প্রো সিরিজটি নিয়ে আশাবাদী সংস্থা। যদিও সম্প্রতি পুণেতে দুর্ঘটনা ঘটেছিল ওলা স্কুটারে। তবুও নতুন পরিষেবা নিয়ে আশাবাদী ওলা। তবে সেই সঙ্গেই ওলা প্লের মতো নানা পরিষেবা বন্ধও করে দিয়েছে জনপ্রিয় সংস্থাটি।

[আরও পড়ুন: বারাণসী থেকে কলকাতা হয়ে ডিব্রুগড়, বিশ্বের দীর্ঘতম প্রমোদতরীর উদ্বোধনে প্রধানমন্ত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ