Advertisement
Advertisement
Mann Ki Baat

১০১ তম ‘মন কি বাতে’ সাভারকর প্রশস্তি মোদির, জোর ‘যুব সঙ্গমে’

নির্ভীক ও আত্মমর্যাদাপূর্ণ স্বভাব ছিল বীর সাভারকরের, বললেন মোদি।

On Mann Ki Baat PM Narendra Modi remembers Savarkar and talk about Yuva Sangam | Sangbad Pratidi
Published by: Kishore Ghosh
  • Posted:May 28, 2023 12:39 pm
  • Updated:May 28, 2023 12:44 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৮ মে দামোদর বিনায়ক সাভারকরের জন্মদিবস। এই দিনেই সনাতন রীতি মেনে নতুন সংসদ ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মন কি বাত-এর (Mann Ki Baat) ১০১তম সংস্করণেও মোদির মুখে ছিল সাভারকর প্রশস্তি। তাঁর কথায়, “সামাজিক সাম্য এবং ন্যায়বিচারের জন্য বীর সাভারকর যা করেছিলেন তা আজও স্মরণযোগ্য।” পাশাপাশি অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা চলচ্চিত্র ব্যক্তিত্ব এনটি রামা রাওকে জন্মশতবর্ষে তাঁকে শ্রদ্ধা জানান তিনি। এইসঙ্গে নিজের বক্তব্যে যুব সঙ্গমে জোর দেন মোদি।

এদিন মোদি জানান, যুব সঙ্গেমের প্রথম পর্বে ১,২০০ জন যুবক দেশের ২২ টি রাজ্য সফর করেছেন। ১০১তম মন কি বাতে ফোন মারফত যোগ দেন যুব সঙ্গমে অংশ নেওয়া অরুণাচল প্রদেশের গ্যামার নিয়োকুম এবং বিহারের বিশাখা সিং নামের দুই যুবক। তাঁরা নিজেদের অভিজ্ঞতার কথা জানান। মোদি বলেন, “যুব সঙ্গমের প্রথম পর্বে প্রায় ১,২০০ জন যুবক দেশের ২২টি রাজ্যে ভ্রমণ করেছিলেন। যাঁরা এই প্রকল্পে অংশ নিয়েছিলেন, তাঁদের হৃদয়ে অমূল্য স্মৃতি আজীবন খোদিত থাকবে। কিছুদিন আগে বারাণসীতে কাশী তেলেগু সঙ্গম অনুষ্ঠিত হয়েছিল। এক ভারতের মহান চেতনাকে শক্তি দিতেই যুব সঙ্গমের প্রচেষ্টা।”

Advertisement

[আরও পড়ুন: উদ্বোধনের দিনই নতুন সংসদ ভবনের কাছে মিছিল কুস্তিগিরদের, আটকে দিল পুলিশ! রণক্ষেত্র যন্তর মন্তর চত্বরও]

জন্মদিনে সাভারকরকে স্মরণ করে মোদি বলেন, “বীর সাভারকর ছিলেন দৃঢ় এবং উদার এক ব্যক্তিত্ব। নির্ভীক ও আত্মমর্যাদাপূর্ণ স্বভাবের কারণেই দাসত্ব পছন্দ ছিল না তাঁর। শুধু স্বাধীনতা আন্দোলন নয়, সামাজিক সাম্য এবং ন্যায়বিচারের জন্য বীর সাভারকর যা করেছিলেন তা আজও স্মরণযোগ্য।।” আজই অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কিংবদন্তি চলচ্চিত্র ব্যক্তিত্ব এনটি রামা রাওয়ের জন্মশতবর্ষ। মন কি বাতে তাঁর প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী মোদি।

Advertisement

[আরও পড়ুন: নতুন সংসদ ভবনের সঙ্গে কফিনের তুলনা! আরজেডির টুইট ঘিরে তুঙ্গে বিতর্ক]

এছাড়াও মোদি জানান, জলসংকট দূর করতে দেশের প্রতিটি জেলায় ৭৫টি অমৃত সরোবর তৈরির কাজ শুরু হয়েছে। দিল্লির প্রধানমন্ত্রী যাদুঘর নিয়ে নিজের নিজের মুগ্ধতার কথাও জানান মোদি। মন কি বাতে সাম্প্রতিক জাপান সফরের প্রসঙ্গ টানেন। হিরোশিমায় গিয়ে তিনি আবেগমথিত হয়ে পড়েছিলেন, সেকথাও জানান মোদি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ