Advertisement
Advertisement

ফের পাক সেনার গুলিতে সীমান্তে মৃত ভারতীয়, ক্ষুব্ধ রাজনাথ সিং

আবারও কি হতে পারে সার্জিক্যাল স্ট্রাইক?

One civilian was killed and two others were injured after Pakistan resorted heavy shelling
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 23, 2018 2:22 pm
  • Updated:May 23, 2018 2:22 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখে শান্তির কথা বললেও সীমান্তে প্রত্যেকদিন সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করছে পাকিস্তান। বুধবারও নিজেদের দ্বিমুখী চরিত্র বজায় রাখল পাক সেনা। বুধবার সকাল থেকে সীমান্ত অশান্ত করে তুলেছে তারা। কাঠুয়ার হিরানগর সেক্টরে পাক সেনার গুলিতে মৃত্যু হয়েছে এক নাগরিকের, গুরুতর জখম আরও দুই।

[জ্যাকসনের স্টেপ নকলে বিপদ, মেরুদণ্ডের গুরুতর অসুখে ভুগছেন নৃত্যশিল্পীরা]

Advertisement

রমজান উপলক্ষ্যে একমাস সীমান্তে শর্তসাপেক্ষে শান্তি বজায় রাখার ঘোষণা করেছিল নয়াদিল্লি। যাকে স্বাগত জানিয়েছিলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। ভারতের পক্ষ থেকে হাতেকলমে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করলেও, মুখেই শান্তির বার্তা দিয়ে খান্ত থাকতে চায় তারা। নয়াদিল্লির ঘোষণার পরের দিন থেকেই সীমান্তের সংঘর্ষবিরোতী চুক্তি লঙ্ঘণ করে গোলাগুলি চালাতে শুরু করেছিল পাক সেনা ও তাদের মদতপুষ্ট জঙ্গিরা। যার ফলে এখনও ব্যাপক ক্ষতি হয়েছে ভারতের। মঙ্গলবার সীমান্তের একাধিক স্থান অস্তির করে তুলেছিল পাক সেনা। কখনও রামনগর সেক্টর তো কখনও আরএস পুরা সেক্টর, অার্নিয়া সেক্টর, সাম্বা সেক্টর ও হিরানগর সেক্টরে অতর্কিতে গোলাগুলি চালিয়েছিল তারা। যাতে এখনও পর্যন্ত জখম হয়েছেন ১৩ জন সাধারণ নাগরিক। পাক সেনার গোলাগুলির ফলে সীমান্ত লাগোয়া গ্রাম যেমন পানসার, নারওয়ারি, বোবিয়া, মুথিচারু ও লোন্দির জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এযাবৎকালে এই লড়াইয়ের সবচেয়ে মর্মান্তিক রূপ দেখা গিয়েছে মঙ্গলবার। যখন ওপার থেকে ছুটে আসা গুলিতে প্রাণ গিয়েছে মাত্র আটমাসের একটি শিশুর।

[আজ শপথগ্রহণ কুমারস্বামীর, মঞ্চ থেকেই যাত্রা শুরু বিরোধী ঐক্যের!]

পাক সেনার এই দ্বিচারিতায় বিরক্ত কেন্দ্র। মুখ খুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। চুক্তি লঙ্ঘন করে পাক সেনা এমন গোলাগুলি চালাতে থাকলে সেনার কি করা উচিত তা সেনাকে বুঝে নেওয়ার দায়িত্ব দিয়েছেন তিনি। বিশেষজ্ঞরা মনে করছেন, সীমান্ত পেড়িয়ে পাকিস্তানে ঢুকে আবারও হয়তো তাদের যোগ্য জবাব দিয়ে আসতে পারে ভারতীয় সেনা। ২০১৬-র ২৯ অক্টোবর সার্জিক্যাল স্ট্রাইক করে যার নজির গড়েছিলেন ভারতীয় জওয়ানরা। রমজানের সময় পাক সেনার সংঘর্ষ চালিয়ে যাওয়ার প্রবণতায় যথেষ্ট ক্ষিপ্ত জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। গতকাল টুইটারে তিনি লেখেন, ‘রমজানকেও সম্মান করে না দেশটা। প্রতিবেশী দেশের উচিত ভারতের শান্তি প্রস্তাব মেনে চলা।’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ