Advertisement
Advertisement

Breaking News

অনলাইন প্রতারণায় পাক যোগ, মধ্যপ্রদেশে ধৃত ৬

অন্য রাজ্যেও বিস্তার হয়েছে জাল, আশঙ্কা তদন্তকারীদের৷

 Online cheating racket running from Pakistan busted in Madhya Pradesh
Published by: Tanujit Das
  • Posted:December 15, 2018 5:15 pm
  • Updated:December 15, 2018 5:15 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনের পর দিন অনলাইনে প্রতারিত হচ্ছেন ভারতীয়রা এবং পাকিস্তানে বসে সন্তর্পণে সেই প্রতারণার কাজ চালিয়ে যাচ্ছে কয়েকটি চক্র৷ যার সঙ্গে যুক্ত ছ’জনকে গ্রেপ্তার করল ইন্দোর পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স৷ ধৃতেরা প্রত্যেকেই ভারতীয়৷ তবে পাকিস্তানে বসে থাকা ওই চক্রের সঙ্গে যোগ রয়েছে এদের এবং ওই চক্রের মূলপাণ্ডাদের সহযোগী হিসাবে মধ্যপ্রদেশে এরা কাজ করত বলে জানিয়েছে পুলিশ৷

[প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা, সরে দাঁড়ালেন রাজাপক্ষে]

Advertisement

ধৃতদের নাম, পুষ্পেন্দ্র সিং, মনীশ ভালসে, নগেন্দ্র সিং, সুজিৎ সিং, কিরণ সিং ও বীজেন্দ্র সিং৷ পুলিশ জানিয়েছে, পুষ্পেন্দ্রই হল এই প্রতারণা চক্রের কিংপিং৷ পাকিস্তানে বসে থাকা প্রতারণা চক্রের অন্যান্য চক্রীদের সঙ্গে যোগাযোগ রাখত সে এবং মধ্যপ্রদেশে এই প্রতারণা চক্রের জাল ছড়ানো হয় তারই নেতৃত্বে৷ ইন্দোরের বাসিন্দা পুষ্পেন্দ্রকে মধ্যপ্রদেশের সাতনা জেলা থেকে গ্রেপ্তার করে ইন্দোর পুলিশের এসটিএফ৷ তাকে জেরা করেই অন্যান্যদের খোঁজ পাওয়া যায়৷

Advertisement

[১০০ টাকার উপরে সব ভারতীয় মুদ্রায় নিষেধাজ্ঞা নেপালে!]

কেমন ভাবে কাজ করত এই চক্র? পুলিশ জানিয়েছে, নির্দিষ্ট আইডিতে প্রথমে একটি ভুয়ো ইমেল পাঠাত ওই প্রতারণা চক্রের পাণ্ডারা৷ সেখানে বলা হত, ‘আপনি বিপুল অর্থের লটারি জিতেছেন৷ তবে এই পুরস্কার পাওয়ার জন্য আপনাকে সামান্য কিছু অর্থ দিতে হবে৷’ এরপর সেই ব্যক্তি আগ্রহ দেখালেই তাকে বলা হত, ইন্টারনেট ব্যাংকিয়ের মাধ্যমে নির্দিষ্ট অ্যাকাউন্টে পৌঁছে দিতে হবে সেই অর্থ৷ পুলিশ জানিয়েছে, একবার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেলেই, পাকিস্তানে বসে থাকা এই চক্রের মূলপাণ্ডারা সেই টাকা তুলে ফেলত অ্যাকাউন্ট থেকে এবং আর ওই প্রতারিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হত না৷ পুলিশকে দেওয়া বয়ানে ধৃতেরা জানিয়েছে, এই ভুয়ো ইমেল পাঠানোর কাজটাই তারা করত এবং এজন্য সাত শতাংশ করে কমিশন পেত৷ পুলিশ সূত্রে খবর, ধৃতদের জেরা করে এই প্রতারণা চক্রের মূলে পৌঁছাতে চাইছেন তদন্তকারীরা৷ এদেশে আর কোন কোন রাজ্যে এমন চক্র কাজ করছে তারও খোঁজ করতে চাইছেন তাঁরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ