BREAKING NEWS

১৩ জ্যৈষ্ঠ  ১৪৩০  রবিবার ২৮ মে ২০২৩ 

READ IN APP

Advertisement

‘অপারেশন ব্লু স্টার’-এর বর্ষপূর্তিতে ফের জোরালো খলিস্তান গঠনের দাবি

Published by: Sangbad Pratidin Digital |    Posted: June 6, 2018 1:17 pm|    Updated: June 6, 2018 1:34 pm

Operation Blue Star anniversary: AISSF raises pro- Khalistan slogans

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩৪ বছর পর ফের আরও একবার উত্তপ্ত হয়ে উঠল পাঞ্জাব৷ ফের খলিস্তান গঠনের দাবিতে সরব হলেন শিখ সম্প্রদায়ের একাংশ৷ বুধবার ‘অপারেশন ব্লু স্টার’-এর ৩৪তম বর্ষপূর্তির ‘কালো অধ্যায়’কে স্মরণ করে পথে নামলেন কয়েক হাজার মানুষ৷ সর্বভারতীয় শিখ ছাত্র ফেডারেশনের ডাকে খলিস্তান গঠনের স্লোগান তুলে স্বর্ণমন্দিরে চত্বরে বিক্ষোভ দেখান কয়েকশো পড়ুয়া৷ পৃথক খলিস্তানের সমর্থনে এদিন বুকে পোস্টার সাঁটিয়ে বিক্ষোভ দেখান পড়ুয়ারা৷ তবে, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন থাকার কারণে বিক্ষোভের উত্তেজনা খুব বেশি ছড়িয়ে পড়তে পারেনি৷

‘অপারেশন ব্লু স্টার’-এর বর্ষপূর্তিতে ক্ষোভ-বিক্ষোভের আঁচ পেয়ে আগে থেকেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় অমৃতসরকে৷ যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলার জন্য আগেই নিরাপত্তা বাহিনীকে সতর্ক থাকতে নির্দেশ দেয় পাঞ্জাব সরকার৷ আজ সকাল থেকেই প্ল্যাকার্ড হাতে পৃথক খলিস্তানের দাবিতে অমৃতসরের বিভিন্ন এলাকায় বিশেষত স্বর্ণমন্দির সংলগ্ন রাস্তার মোড়ে বিক্ষোভে বসেন সর্বভারতীয় শিখ ছাত্র ফেডারেশনের পড়ুয়ারা৷ অন্যদিকে, আজই অমৃতসর বন্‌ধের ডাক দিয়েছে কট্টরপন্থী শিখ সংগঠন ডাল খালসা৷ সংগঠনের মুখপাত্র কানওয়ারলাল সিং সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, শিখ ধর্মের মানুষদের স্বার্থে তাঁদের এই লড়াই শেষ দিন পর্যন্ত চলবে৷

কী এই ‘অপারেশন ব্লু স্টার’? ইতিহাস বলছে, ১৯৮৪ সালের জুন মাস। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দ্রিরা গান্ধীর সময় স্বর্ণমন্দিরে বব্বর খালসা জঙ্গিদের বের করতে ব্লু স্টার অভিযান চালিয়েছিল সেনাবাহিনী৷ ওই অভিযানে ভারতীয় সেনাবাহিনী ও  খলিস্তানি জঙ্গিদের মধ্যে চলে তুমুল গুলির লড়াই৷ সেনার গুলিতে মৃত্যু হয় বহু জঙ্গির৷ ‘অপারেশন ব্লু স্টার’-এর সেই ভয়াবহ দিন আজও তাড়া করে ফেরে শিখ সম্প্রদায়কে৷

তবে, দাগ মিলিয়ে গেলেও ক্ষত আজও টাটকা। আজও ভারত সরকারের প্রতি ক্ষোভ রয়েছে কানাডার শিখ সম্প্রদায়ের মনে। ক্ষোভে এতটাই, কানাডার ওন্টারিও প্রদেশের ১৪টি গুরুদ্বারে আজও ঢুকতে পারেন না কেন্দ্রীয় সরকারের আধিকারিকরা৷ মনে করা হয়, খলিস্তানি আন্দোলনের শিকড় রয়েছে কানাডাতেই৷ সম্প্রতি পাঞ্জাবে ফের মাথা চাড়া দিয়ে উঠছে খলিস্তানি আন্দোলন। পুলিশের জালে পড়েছে ‘বব্বর খালসা’ জঙ্গি সংগঠনের একাধিক সদস্য। অভিযোগ, তাদের অর্থের জোগান আসছিল কানাডা থেকেই। এই পরিস্থিতিকেই নজরে রেখে ওই দেশের শিখ সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক মজবুত করতে উঠেপড়ে লেগেছে কেন্দ্র। কিন্তু আজ, ‘অপারেশন ব্লু স্টার’-এর ৩৪তম বর্ষপূর্তি উপলক্ষে নতুন করে খলিস্তানি আন্দোলন উসকে ওঠায় বেশ চিন্তিত কেন্দ্র৷ লোকসভা নির্বাচনের আগে খলিস্তান আন্দোলন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে নরেন্দ্র মোদি ও রাহুল গান্ধীর কাছে৷

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে