Advertisement
Advertisement

Breaking News

বিমান দুর্ঘটনায় হোমি জাহাঙ্গির ভাবার মৃত্যুতে হাত ছিল CIA-এর!

চাঞ্চল্যকর তথ্য ফাঁস।

Operative spoke of CIA hand in 1966 crash: Report
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 30, 2017 8:31 am
  • Updated:July 30, 2017 8:31 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯৬৬ সালে ভিয়েনাগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং-৭০৭ বিমান ভেঙে পড়ার ঘটনায় কী মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-এর হাত ছিল? সাংবাদিক গ্গেগরি ডগলাস ও সিআইএ আধিকারিক রবার্ট ক্রাইলের কথোপকথনে তেমনই ইঙ্গিত মিলেছে। সম্প্রতি সেই কথোপকথনটি প্রকাশ করেছে TBRNews.org নামে একটি ওয়েবসাইট।

[ইস্তফা দেওয়ার আগে লালুর কাছে ক্ষমা চেয়েছিলেন নীতীশ!]

Advertisement

ভিয়েনাগামী এয়ার ইন্ডিয়ার ওই বোয়িং-৭০৭ বিমানের যাত্রী ছিলেন ভারতের পরমাণু গবেষণার জনক হোমি জাহাঙ্গির ভাবা। একটি সেমিনারে যোগ দিতে ভিয়েনা যাচ্ছিলেন তিনি। ১৯৬৬ সালের জানুয়ারিতে আল্পস পাহাড়ে ভেঙে পড়ে বিমানটি। ভাবা-সহ ১১৭ জন যাত্রীরই মৃত্যু হয়। জানা গিয়েছে, ২০০৮ সালে ১১ জুলাই মার্কিন গোয়েন্দা সংস্থার সিআইএ-র আধিকারিক রবার্ট ক্রাইলের সঙ্গে দীর্ঘ কথোপকথন হয় সাংবাদিক গ্রেগরি ডগলাসের। সেই কথোপকথনের ১৯৬৬ সালের বিমান দুর্ঘটনা ও হোমি জাহাঙ্গির ভাবার মৃত্যুর প্রসঙ্গও উঠেছিল। সে কথোপকথনটি প্রকাশ করেছে TBRNews.org নামে একটি ওয়েবসাইট। সেই কথোপকথনে সিআইএ আধিকারিক রবার্ট ক্রাইলে বলেন, ‘ষাটের দশকে ভারত পরমাণবিক বোমা তৈরি নিয়ে গবেষণা শুরু করল। রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ল। যা আমাদের মাথাব্যথার কারণ হয়ে উঠেছিল।’ হোমি জাহাঙ্গির ভাবা প্রসঙ্গে ওই সিআইএ আধিকারিকের বক্তব্য, ‘ইনি খুবই বিপজ্জনক হয়ে উঠেছিলেন। দুর্ভাগ্যবশত একটি বিমান দুর্ঘটনায় মারা যান। ভিয়েনা যাচ্ছিলেন। আচমকাই বোয়িং-৭০৭ বিমানটি ভেঙে পড়ে।’

Advertisement

[কাশ্মীরের পুলওয়ামায় বড়সড় জঙ্গি হামলার ছক বানচাল ভারতীয় সেনার]

প্রসঙ্গত, মৃত্যুর ঠিক এক বছর আগে অর্থাৎ ১৯৬৫ সালে অল ইন্ডিয়া রেডিও-তে হোমি জাহাঙ্গির ভাবা ঘোষণা করেছিলেন, সরকার যদি সবুজ সংকেত দেয়, আগামী ১৮ মাসের মধ্যে পরমাণু বোমা তৈরি করার ক্ষমতা রাখে ভারত। ওয়াকিবহাল মহলের মতে, হোমি জাহাঙ্গির ভাবা মনে করতেন, আগামী দিনে ভারতকে যদি শক্তিধর দেশ হিসেবে গড়ে তুলতে হয়, তাহলে বিদ্যূৎ, কৃষি, ওষুধের মতো বিভিন্ন ক্ষেত্রে পরমাণবিক শক্তির ব্যবহারের পরিকল্পনা করতে হবে। আর সেই পরিকল্পনার সূত্রে ধরেই গোপনে তিনি পরমাণু বোমাও তৈরি করতে চেয়েছিলেন বলে শোনা যায়। বিমান দুর্ঘটনায় হোমি জাহাঙ্গির ভাবার মৃত্যুর আট বছর পর, ১৯৭৪ সালে মে মাসে পোখরানে পরীক্ষামূলকভাবে পরমাণু বিস্ফোরণ ঘটায় ভারত।

[ধর্ষণে অভিযুক্তকে গুলি করে হত্যা করল জঙ্গিরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ