BREAKING NEWS

১২ আশ্বিন  ১৪৩০  শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

পাঞ্জাবের আকাশে ফের পাকিস্তানি ড্রোন, গুলি করে নামাল বিএসএফ

Published by: Kishore Ghosh |    Posted: December 26, 2022 10:36 am|    Updated: December 26, 2022 10:43 am

Pak Drone Shot Down In Punjab by BSF | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ভারত-পাক সীমান্ত লঙ্ঘন করে ভারতের আকাশে ঢুকে পড়ল পাক ড্রোন (Pakistani Drone)। সোমবার এই ঘটনা ঘটেছে পাঞ্জাবে (Punjab)। কোনও রকম বিপদ ঘটার আগে সীমান্তরক্ষী বাহিনী গুলি করে নামায় সন্দেহজনক ড্রোনটিকে। উল্লেখ্য, এই নিয়ে গত দশ দিনে চতুর্থ পাক ড্রোন ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ার ঘটনা ঘটল। প্রতিক্ষেত্রে ড্রোনগুলিকে গুলি করে নামায় সেনা।

বিএসএফ (BSF) সূত্রে জানা গিয়েছে, পাঞ্জাব সীমান্তের রজতাল গ্রামের কাছে আকাশে সোমবার সকাল সাতটা চল্লিশ নাগাদ দেখা যায় ড্রোনটিকে। দেখামাত্র সেটিকে গুলি করে নামায় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। বিএসএফের এক মুখপাত্র জানান, পরে ড্রোনটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। তা খতিয়ে দেখা হচ্ছে। পরে এই বিষয়ে বিস্তারিত জানা যাবে। উল্লেখ্য, গত এক সপ্তাহে পাঞ্জাব সীমান্তে তিনটি ড্রোনকে গুলি করে নামায় সেনা। দশ দিনে সংখ্যাটা চার।

[আরও পড়ুন: ছুটি কাটাচ্ছেন প্রেমিক, তাঁর হয়ে পরীক্ষায় বসে হাতেনাতে ধরা পড়লেন তরুণী]

সাম্প্রতিককালে পাঞ্জাব, জম্মু-সহ একাধিক পাক সীমান্ত (Pakistan Border) দিয়ে একের পর এক ড্রোন হামলা (Drone Attack) হয়েছে ভারতীয় ভূখণ্ডে । বহু ক্ষেত্রে সেইসব ড্রোনগুলিকে গুলি করে নামিয়েছে বিএসএফ। গত বছর জম্মুতে বড়সড় ড্রোন হামলার ঘটনায় রাষ্ট্রসংঘে নালিশ জানিয়েছিল দিল্লি। এই অবস্থায় জঙ্গি ড্রোন হামলা ঠেকাতে জরুরি ভিত্তিতে ৭৫০টি ড্রোন কিনতে চলছে ভারতীয় সেনা (Indian Army)। এলওসিতে (LOC) সেনার শক্তি বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

[আরও পড়ুন: ‘সাংসদ হয়েও মদ্যপ ছেলেকে বাঁচাতে পারিনি’, নেশামুক্তির বার্তা শোকাতুর কেন্দ্রীয় মন্ত্রীর]

সেনা সূত্রে জানা গিয়েছ, লক্ষ্যে নিখুঁতভাবে আঘাত হানতে সেনাকর্মীদের সাহায্য করবে অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন। মনে করা হচ্ছে, পাকিস্তানি ড্রোন হামলা মোকাবিলায় সাম্প্রতিককালে এটিই সেনার সবচেয়ে বড় পদক্ষেপ। উল্লেখ্য, এখনও অবধি ভাররতীয় ভূখণ্ডে ঢুকে পড়া ২৩টি পাকিস্তানি ড্রোনকে গুলি করে নামিয়েছে ভারতীয় সেনা। এর মধ্যে ১৩টি ঘটনা চলতি বছরের। সোমবারের ঘটনায় এই পরিসংখ্যান বৃদ্ধি পাবে। একের পর এক হামলায় আরও একটি বিষয় স্পষ্ট, ভারতীয় ফৌজের অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন কেনার সিদ্ধান্ত সঠিক।  

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে