Advertisement
Advertisement

মারা গিয়েছেন কুলভূষণ যাদব, আশঙ্কা প্রতিরক্ষা বিশেষজ্ঞদের

জানেন, কেন এই আশঙ্কা করছেন পি কে সেহগল, কামার আঘাররা?

Pak may have executed Kulbhushan Yadav, says defence experts
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 27, 2017 7:12 am
  • Updated:April 27, 2017 7:12 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুলভূষণ যাদবের সঙ্গে কেন ভারতীয় প্রতিনিধি দলকে দেখা করতে দেওয়া হচ্ছে না, তার বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশ৷ তাঁদের আশঙ্কা,  কুলভূষণকে ইতিমধ্যেই হয়তো হত্যা করেছে পাকিস্তান৷ তাঁদের দাবি, পাকিস্তান এর আগেও একাধিকবার আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে প্রতিশ্রুতি রক্ষা করেনি৷

প্রতিরক্ষা বিশেষজ্ঞ পি কে সেহগল, কামার আঘার আশঙ্কা, কুলভূষণের উপর শারীরিক নির্যাতন করে তাঁকে হত্যা করতে পারে পাকিস্তান৷ সেই কুকীর্তি ঢাকতেই সম্ভবত ভারতীয় প্রতিনিধি দলকে কুলভূষণের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না৷ সংবাদ সংস্থা এএনআইকে সেহগাল বলছেন, “এই নিয়ে একটানা ১৬ বার ভারতীয় কনস্যুলেটের প্রস্তাব ফেরাল পাকিস্তান৷ এমনকী কুলভূষণের পরিবারকেও ভিসা দেওয়া হচ্ছে না৷ বোঝাই যাচ্ছে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় না পাকিস্তান৷ মানতে চায় না আন্তর্জাতিক আইন৷ এভাবে নিজেদের চরম কুকীর্তি ঢাকতে চায়৷” আর এক কদম এগিয়ে আঘা বলছেন, সম্ভবত কুলভূষণকে ইতিমধ্যেই ফাঁসিতে ঝুলিয়েছে পাকিস্তান৷ যাতে তাঁর সঙ্গে পাকিস্তানের সব কুকীর্তিও ঢাকা পড়ে৷ গত একবছরে এই নিয়ে ১৬ বার কুলভূষণের সঙ্গে সাক্ষাতের ভারতের আর্জি ফিরিয়ে দিল পাকিস্তান৷

Advertisement

[কুলভূষণ কাণ্ডের জেরে পাকিস্তানের সঙ্গে সব আলোচনা বন্ধ করল ভারত]

পাকিস্তান সেনা স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই ইস্যুতে তারা কোনও সমঝোতার রাস্তায় যাবে না৷ অন্যদিকে, ভারত জানিয়ে দিয়েছে, প্রাক্তন নৌসেনা আধিকারিকের ন্যায় বিচারের জন্য যতদূর যেতে হয়, যাওয়া হবে৷ পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিদেশ সংক্রান্ত পরামর্শদাতা সরতাজ আজিজ বলেছেন, চরবৃত্তি, নাশকতা, অন্তর্ঘাতে দোষী সাব্যস্ত কুলভূষণ যাদবের বিচার হয়েছে আইন মেনেই৷ তাঁকে পাকিস্তানের সংবিধানের আওতায় প্রাপ্য আইনি অধিকার দিয়েই স্বচ্ছতার সঙ্গে বিচার হয়েছে৷ কুলভূষণের যথাযথ ন্যায়বিচার হয়নি বলে ভারতের তোলা অভিযোগ তিনি খারিজ করে দিয়েছেন৷ বরং, পাকিস্তানের সেনা আদালতে কুলভূষণের ফাঁসির আদেশ নিয়ে ঘোরতর সওয়াল করেছেন তিনি৷

Advertisement

[‘কুলভূষণ যাদবকে ছাড়াতে পাকিস্তানে বোমা ফেলুক ভারত’]

ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাই-কমিশনার গৌতম বাম্বাওয়ালে জানিয়েছেন, কুলভূষণের সাজার বিরুদ্ধে আইনি পথে হাঁটবে ভারত৷ তিনি সেনা আদালতে পেশ করা কুলভূষণের বিরুদ্ধে চার্জশিট এবং রায়ের কপি চেয়েছেন৷ সেই সঙ্গে হাই-কমিশনের আধিকারিকদের তাঁর সঙ্গে দেখা করতে দেওয়ার আর্জি জানিয়েছেন৷ যদিও ইসলামাবাদ সেই অনুরোধও রাখেনি৷ অন্যদিকে, কুলভূষণ যাদবকে গুপ্তচরবৃত্তির অভিযোগে ফাঁসির সাজা শোনানোয় পাকিস্তানের সঙ্গে সবরকম দ্বিপাক্ষিক আলোচনা বাতিল করে ভারত। পাকিস্তানের সঙ্গে সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত সবরকম বৈঠক বাতিল করে কেন্দ্র। এমনিতেই, উরি হামলার পর ভারতের সঙ্গে পাকিস্তানের বেশ কিছু গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক বাতিল হয়ে যায়। কেন্দ্র জানিয়ে দেয়, সীমান্তে যুদ্ধ ও দেশের অন্দরে বৈঠক একসঙ্গে চলতে পারে না। সমস্ত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে প্রতিবেশী দেশের নাগরিককে ফাঁসির সাজা শুনিয়েছে ইসলামাবাদ, অভিযোগ নয়াদিল্লির।

[কুলভূষণকে না ফেরালে ভারতে নিষিদ্ধ হতে পারেন পাক শিল্পীরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ