Advertisement
Advertisement

যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের, শহিদ এক ভারতীয় জওয়ান

হামলার কড়া প্রত্যুত্তর দিতে সক্ষম হয়েছে ভারতীয় সেনাবাহিনী৷

Pak violates ceasefire in Poonch
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 31, 2016 7:17 pm
  • Updated:October 31, 2016 7:17 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাকিস্তান৷ সোমবার লাইন অফ কন্ট্রোল অতিক্রম করে ভারতের বিরুদ্ধে অতর্কিতে হামলা চালাল পাক সেনাবাহিনী৷ এই ঘটনাকে কেন্দ্র করে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ এবং রাজৌরিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে৷ ঘটনায় নিহত হন ভারতীয় সেনবাহিনীর এক জওয়ান৷ সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, “সোমবার সকাল ন’টা নাগাদ আচমকাই গুলিবর্ষণ শুরু হয় সীমান্ত এলাকায়৷ কোনওরকম প্ররোচনা ছাড়াই হামলা করে পাকিস্তান৷ আর এই হামলাতেই শহিদ হন এক ভারতীয় সেনা৷”

সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, “হামলার কড়া প্রত্যুত্তর দিতে সক্ষম হয়েছে ভারতীয় সেনাবাহিনী৷”

Advertisement

এই নিয়ে প্রায় ৬০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাকিস্তান৷ সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকেই বারংবার ভারতের বিরুদ্ধে হামলা চালাচ্ছে পাকিস্তান৷ গোটা ঘটনায় ইতিমধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে৷ এর মধ্যে ৮ জন সেনাবাহিনীর জওয়ান এবং তিনজন সাধারণ মানুষ রয়েছেন৷ গুরুতর জখম অবস্থায় আরও ৪০ জন হাসপাতালে ভর্তি রয়েছেন বলেও জানা গিয়েছে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement