Advertisement
Advertisement

আবারও মুখ পুড়ল পাকিস্তানের, এফ-১৬ যুদ্ধবিমান গুঁড়িয়ে দিল ভারতীয় বায়ুসেনা

প্যারাশুটে করে নামতে দেখা গিয়েছে যুদ্ধবিমানের চালককে৷

 Pakistan Air Force's F-16 was going down
Published by: Tanujit Das
  • Posted:February 27, 2019 12:28 pm
  • Updated:February 27, 2019 12:34 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের মারে কুপোকাত পাকিস্তান৷ ভারতীয় বায়ুসেনার পালটা মারে ধ্বংস পাক যুদ্ধবিমান এফ-১৬৷ লাম ভ্যালির কাছে পাক জমিতে বিমানটিকে ভেঙে পড়তে দেখা গিয়েছে৷ প্যারাশুটে করে নামতে দেখা গিয়েছে যুদ্ধবিমানের চালককে৷ এমনই জানা গিয়েছে সংবাদ সংস্থা এএনআই সূত্রে৷

[ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান, নিহত পাইলট-সহ ২]

Advertisement

ভারতীয় সীমান্ত লঙ্ঘন করে পাক যুদ্ধবিমান প্রবেশের কথা স্বীকারও করেছেন পাক বিদেশমন্ত্রক৷ তার দাবি, আত্মরক্ষার জন্যই ভারতে প্রবেশ করেছিল পাক বায়ুসেনা৷ সার্জিক্যাল স্ট্রাইকের একদিন পর, বুধবার ভারতের বায়ুসীমা লঙ্ঘনের চেষ্টা করে পাক যুদ্ধবিমান৷ সূত্রের খবর, নওসেরা সেক্টর দিয়ে পাক বায়ুসেনার এফ-১৬ ভারতের আকাশ পথে ঢোকার চেষ্টা করে৷ পালটা জবাব দেয় ভারতীয় বায়ুসেনা৷ ফলে পিছু হঠতে বাধ্য হয় পাক যুদ্ধবিমান৷ সূত্রের খবর, পাক যুদ্ধবিমানকে ভারতীয় সীমা লঙ্ঘন করতে দেখেই তাকে ধাওয়া করে ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান৷ প্রত্যুত্তর দেওয়া হয় পাকিস্তানকে৷ ভারতের হানায় হতভম্ব হয়ে যায় এফ-১৬৷ আবারও পাকিস্তানে ফিরে যেতে বাধ্য হয়৷ ইতিমধ্যে হাই অ্যালার্ট জারি হয়েছে লেহ, জম্মু, পাঠানকোট ও শ্রীনগরে৷ বন্ধ করে দেওয়া হয়েছে বিমান বন্দর৷ তা দখল নিয়েছে বায়ুসেনা৷

Advertisement

[এয়ারস্ট্রাইক নিয়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এড়াতে সতর্ক বিদেশমন্ত্রক]

মঙ্গলবার ভোররাত ভারতীয় বায়ুসেনার করা সার্জিক্যাল স্ট্রাইকে কার্যত ছন্নছাড়া পাকিস্তান৷ জঙ্গিদের বিরুদ্ধে এই অভিযান হলেও, তাতে ঘুম উড়েছে রাওয়ালপিণ্ডির৷ মঙ্গলবার থেকেই নিয়ন্ত্রণ রেখায় বাড়ছে উত্তেজনা৷ গতকাল রাত থেকেই ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গোলা গুলিবর্ষণ করতে শুরু করেছে পাক রেঞ্জার্সরা৷ পালটা জবাব দিয়েছে ভারতও৷ সীমান্তে তৈরি হয়েছে যুদ্ধের আবহ৷ ইতিমধ্যে নয়াদিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠক শুরু হয়েছে৷ বৈঠকে রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণ, তিন সেনার প্রধান ও ভারতীয় গুপ্তচর সংস্থাগুলির প্রধানরা৷ পাক সীমান্তবর্তী এলাকায় সেনার তিন বাহিনীকে সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে৷ কাশ্মীরে বাড়তি সেনা ও ট্যাঙ্ক পাঠান হয়েছে৷ পাশাপাশি, নৌসেনাকে আরব সাগর উপকূলে কড়া নজর রাখতে বলা হয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ