Advertisement
Advertisement

গুজরাট উপকূলে ২৩ ভারতীয় মৎস্যজীবীকে আটক করল পাকিস্তান

ধৃত মৎস্যজীবীদের করাচি নিয়ে যাওয়া হয়েছে৷

Pakistan apprehends 23 Indian fishermen off the Gujarat coast
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 27, 2017 11:40 am
  • Updated:April 27, 2017 11:40 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীর থেকে কুলভূষণ যাদবের মতো ইস্যু নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমশ চরছে উত্তেজনার পারদ৷ এমনই পরিস্থিতিতে বুধবার গুজরাট উপকূলে ২৩ জন ভারতীয় মৎসজীবীকে আটক করল পাকিস্তান উপকূলরক্ষী বাহিনী৷

[তেলেনিপাড়ায় উদ্ধার আরও ২ দেহ, ধৃত ঘাট মালিক-সহ ৪]

Advertisement

পোরবন্দরের ‘ন্যাশনাল ফিস ওয়ার্কার্স ফোরাম’-র (এনএফএফ) এক আধিকারিক জানিয়েছেন, পোরবন্দর থেকে মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছিলেন ওই মৎস্যজীবীরা৷ তখনই আন্তর্জাতিক জলসীমার কাছে তাঁদের আটক করে ‘পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি এজেন্সি’ (পাক উপকূলরক্ষী বাহিনী)৷ মণীশ লোধারী নামের ওই আধিকারিক আরও জানিয়েছেন যে ধৃত মৎস্যজীবীদের করাচি নিয়ে যাওয়া হয়েছে৷

Advertisement

]ভারতে প্রবেশ করতে তৈরি ১৫০ জেহাদি, অনুমান সেনার]

উল্লেখ্য, চরবৃত্তির অভিযোগে প্রাক্তন ভারতীয় নৌসেনা আধিকারিক কুলভূষণ যাদবকে পাকিস্তানে ফাঁসির সাজা শোনানোর ঠিক আগের দিন দুই পাক নাবিকের প্রাণ রক্ষা করেছিল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। তবে এর প্রতিদান হিসেবে প্রাক্তন ভারতীয় নৌসেনা আধিকারিককে ফাঁসির সাজা শুনিয়েছিল পাকিস্তান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ