Advertisement
Advertisement

Breaking News

নিজেদেরই বদনাম করছে পাকিস্তান, কটাক্ষ মালালার

আমরা আমাদের ধর্মের ভুল ব্যাখ্যা করছি, মন্তব্য তাঁর।

Pakistani Citizens shaming countries name before the World, Lashes out Malala
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 16, 2017 7:00 am
  • Updated:October 9, 2019 4:33 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শত্রূ দেশ নয়, পাকিস্তানের ভাবমূর্তি খারাপ করছেন সে দেশের নাগরিকরাই–মন্তব্য করলেন মালালা ইউসুফজাই৷ বৃহস্পতিবার পাকিস্তানে সাংবাদিকতার ছাত্রকে পিটিয়ে মারার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন মালালা৷ একটি ভিডিও বার্তা রেকর্ড করে জানিয়েছেন, নিজেই নিজের শত্রূ হয়ে উঠছে পাকিস্তান৷ বিশ্বের সামনে দেশটির যে নেতিবাচক ভাবমূর্তি রয়েছে এবং যেভাবে তা ক্রমশঃ অবনতির পথে এগিয়ে চলেছে, তার জন্য দায়ী তারা নিজেই৷

১৯ বছরের এই নোবেলজয়ী তরুণী সম্প্রতি রাষ্ট্রসংঘের কনিষ্ঠতম শান্তির দূত হিসাবে মনোনীত হয়েছেন৷ সাংবাদিকতার ছাত্র মাশাল খানের মৃত্যু প্রসঙ্গে নিজের ভিডিও বার্তায় ঘটনাটিকে তীব্র ধিক্কার জানিয়েছেন মালালা৷ পাকিস্তানের নাগরিকদের উদ্দেশে বলেছেন, “আমরা (পাকিস্তানিরা) ইসলামোফোবিয়ার কথা বলি৷ কথায় কথায় অভিযোগ করি, অন্য জাতির মানুষ আমাদের ধর্ম নিয়ে কটূক্তি করছে, পাকিস্তানের বদনাম করছে৷ কিন্তু, আসল কথা হল, আমাদের কাজই আমাদের পরিচয় দিচ্ছে৷”

Advertisement

মালালার মতে, এভাবে চললে, অন্য কোনও দেশ বা ধর্মের শত্রূতার প্রয়োজন নেই৷ পাকিস্তান নিজেই নিজের কাজের মাধ্যমে তাদের ধর্ম ও দেশের নাম খারাপ করবে৷ বৃহস্পতিবারই পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মার্ডান শহরে ২৩ বছরের সাংবাদিকতার ছাত্র মাশাল খানকে হত্যা করা হয়৷ মাশালকে তাঁর বিশ্ববিদ্যালয়ের হস্টেল রুম থেকে টেনে বের করে নৃশংসভাবে পিটিয়ে মারে উত্তেজিত জনতা৷ সাংবাদিকতার ওই ছাত্রের বিরু‌দ্ধে ধর্ম অবমাননার অভিযোগ উঠেছিল৷ মালালা সেই ঘটনারই তীব্র প্রতিক্রিয়া জানান৷ ভিডিও বার্তায় বলেন, “আমরা আমাদের ধর্মের ভুল ব্যাখ্যা করছি৷ আমরা ভুলে যাচ্ছি, ইসলাম হিংসা শেখায় না৷ ইসলাম শান্তি ও ভালবাসা শেখায়৷” পাকিস্তানের সমস্ত নাগরিকের প্রতি আবেদনে মালালা তাঁর ভিডিও বার্তায় বলেন, তাঁরা যেন ভাল করে ইসলাম সম্পর্কে পড়াশোনা করেন৷ কোনও অন্ধ ধারণার বশবর্তী হয়ে তাঁরা যেন ইসলামের অপমান না করেন৷

Advertisement

নিহত মাশাল খানের বাবার সঙ্গেও কথা বলেন মালালা৷ কঠিন সময়ে তাঁকে ও তাঁর পরিবারকে সংযম বজায় রাখতে বলেছেন রাষ্ট্রসংঘের এই শান্তির দূত৷ মাশালের বাবার কাছে তাঁর আবেদন, এই দুঃসময়ে হিংসা যেন তাঁকে গ্রাস করতে না পারে৷ পাকিস্তানের আইনি ব্যবস্থা ও প্রশাসনের কাছে মালালা নিহত মাশালের জন্য ন্যায় বিচারও দাবি করেন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ