Advertisement
Advertisement

মাঝআকাশে নগ্ন হয়ে বিমানসেবিকাদের হেনস্তা যাত্রীর

যুবককে গ্রেফতার করে পুলিশ৷

Passenger strips on IndiGo flight, passes derogatory remarks on female crew
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 12, 2016 1:27 pm
  • Updated:October 12, 2016 1:27 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিমানযাত্রার সময় রীতিমতো অভদ্র আচরণের জন্য গ্রেফতার করা হল এক যুবককে৷ ভুবনেশ্বর থেকে দিল্লিগামী ইন্ডিগো বিমানে সফর করার সময় নগ্ন হওয়ার অভিযোগ ওঠে ওই যুবকের বিরুদ্ধে৷ জানা গিয়েছে, ভুবনেশ্বর থেকে বিমানযাত্রা শুরু হলে, যুবক প্রথমে বিমানসেবিকাদের তাকে সিট বেল্ট আটকাতে সাহায্য করতে বলে৷ সেবিকারা তাকে সাহায্য করতে গেলে নাকি আচমকাই যুবক বিমানের শৌচাগারে ঢুকে পড়ে এবং খুব অশ্লীল অঙ্গভঙ্গি করতে থাকে৷ এতেই থেমে নেই বিষয়টি, সহযাত্রীরা জানিয়েছেন, সেখান থেকেই সে বিমানসেবিকাদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করে৷

এই ঘটনার পরেই বিমানসেবিকারা ফ্লাইট ক্যাপ্টেনের কাছে ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ জানান এবং ব্যক্তিকে বিমানে নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেওয়া হয়৷ এরপর বিমানটি দিল্লি পৌঁছলে যুবককে গ্রেফতার করে পুলিশ৷

Advertisement

বিমানে সফর করার সময়, সহযাত্রী এবং বিমানসেবিকাদের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনা এই প্রথম নয়৷ ২০১৫ সালে গোটা বিশ্বের বিমানসংস্থাগুলি সফর চলাকালীন মোট ১০,৮৫৪ যাত্রীর অভব্যতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ