BREAKING NEWS

৪ আশ্বিন  ১৪৩০  শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

বিহারে মদের উপর নিষেধাজ্ঞা বেআইনি, মত আদালতের

Published by: Sangbad Pratidin Digital |    Posted: September 30, 2016 6:57 pm|    Updated: September 30, 2016 8:52 pm

Patna High Court Says Nitish Kumar's liquour Prohibition Policy Is Illegal

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্য জুড়ে মদ নিষিদ্ধ করতে যে পদক্ষেপ নিয়েছিল নীতিশ কুমারের সরকার, তা বেআইনি বলে জানিয়ে দিল আদালত। বিহারকে সামনে রেখে অন্যান্য রাজ্যেও নির্বাচনী প্রচারে মদ নিষিদ্ধকরণ কর্মসূচিকে সামনে তুলে আনা হচ্ছিল। এই রায়ে তা ধাক্কা খেল বলেই মনে করা হচ্ছে।

শুক্রবার পাটনা হাই কোর্ট জানিয়ে দেয় যেভাবে নীতিশ কুমারের সরকার মদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে তা বেআইনি। আদালতের দাবি, পরিবারের কেউ মদ্যপ চিহ্নিত হলে প্রস্তাবিত আইনে যে ধরনের কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে তা বাঞ্ছনীয় নয়। প্রসঙ্গত, নির্বাচনের সময়ই নীতিশ কুমার বিহারের মহিলাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, ক্ষমতায় এলে তিনি রাজ্যে মদ নিষিদ্ধ করবেন। কথামতো সে কাজ তিনি করেওছিলেন। যদিও তা নিয়ে বিস্তর সমালোচনা সহ্য করতে হয়েছিল বিহারের মুখ্যমন্ত্রীকে। যদিও তাঁর দাবি ছিল, মদ নিষিদ্ধ করার পর বিহারে অপরাধের ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছিল। কিন্তু আদালতের এই রায়ের পর তাঁর নীতি আর কতটা কার্যকর হবে সে নিয়ে প্রশ্ন উঠে গেল।

বিহার প্রশাসনের কাছে এই রায় যখন বড় ধাক্কা, তখন অন্য এক রায়ে মিলল স্বস্তি। বিতর্কিত আরজেডি নেতা মহম্মদ শাহবুদ্দিনের জামিনের আবেদন খারিজ করল দেশের সর্বোচ্চ আদালাত। একই দিন নীতিশ কুমারের সরকারের কাছে তাই সাফল্যের এবং ব্যর্থতারও বটে।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে