Advertisement
Advertisement

পেলেট গানের পরিবর্তে কাশ্মীরে এবার পাভা শেল

একে নোনিভ্যামাইডও বলে৷ এটি গায়ে লাগলে প্রথমে জ্বলুনি হয়, পরে সেই স্থান অবশ হয়ে পড়ে৷

PAVA shells may replace pellet guns in Jammu and Kashmir
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 27, 2016 10:20 am
  • Updated:August 27, 2016 10:20 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীরের বিক্ষুব্ধ জনতাকে নিয়ন্ত্রণে আনতে পেলেট গানের পরিবর্তে আনা হচ্ছে পাভা শেল৷ এ নিয়ে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষাও শুরু হয়েছে৷ কেন্দ্র সাত সদস্যের একটি কমিটিও গড়েছে৷ স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিকরা ছাড়াও ওই কমিটিতে রয়েছেন বিএসএফ, সিআরপিএফ, জম্মু-কাশ্মীর পুলিশ, আইআইটি দিল্লি এবং অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের সদস্যরা৷ নতুন এই অস্ত্রটি কতটা কার্যকর হবে তা নিয়ে গবেষণা চলছে৷

কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড রিসার্চের তত্ত্বাবধানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টক্সিকোলজি রিসার্চ পাভা শেল তৈরি করেছে৷ পাভা শেলের পুরো নাম পেলারগনিক অ্যাসিড ভ্যানিলিল অ্যামাইড বা পাভা৷ লঙ্কা বা মরিচের গুঁড়োয় এই জৈব উপাদান মেলে৷ একে নোনিভ্যামাইডও বলে৷ এটি গায়ে লাগলে প্রথমে জ্বলুনি হয়, পরে সেই স্থান অবশ হয়ে পড়ে৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ