সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডিজিটাল ইন্ডিয়ার পরিকল্পনাকে বাস্তবায়িত করতে উদ্যোগী পেটিএম-এর মতো ডিজিটাল ওয়ালেট সংস্থাগুলি৷ তারপরই প্রশ্ন উঠছে সাধারণ মানুষের অ্যাকাউন্টের সুরক্ষা নিয়ে৷ কিন্তু এবার উল্টো ঘটনার কথা সামনে এল৷ গ্রাহকরাই প্রতারণা করল পেটিএম-কে৷
কোম্পানির অভিযোগ, ৪৮ জন পেটিএম ব্যবহারকারী বেআইনিভাবে ৬ লক্ষ ১৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে৷ কীভাবে প্রতারিত হল পেটিএম? সংস্থার তরফে জানানো হয়েছে, ক্রেতারা পেটিএম থেকে অনলাইনে কোনও পণ্য কেনার পর যদি সেই পণ্যটি খারাপ হয় বা কোনও খুঁত থাকে, সেক্ষেত্রে তা ফেরত নিয়ে নেওয়া হয় এবং ক্রেতার টাকা পেটিএম অ্যাকাউন্টে ফিরিয়ে দেওয়া হয়৷ বদলে নতুন পণ্য ডেলিভারি করা হয়৷ পুরো বিষয়টি দেখভালের জন্য কাস্টমার কেয়ার সার্ভিসের একটি দল রয়েছে৷ সেই দলই জানিয়েছে, ৪৮টি এমন ঘটনা সামনে এসেছে, যেখানে ক্রেতারা সঠিক পণ্য পাওয়ার পরও তাতে খুঁত থাকার অভিযোগ তুলেছে৷ যার ফলে ক্রেতার টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে অ্যাকাউন্টে৷ এভাবেই ৬ লক্ষ ১৫ হাজার টাকা লোকসান হয়েছে সংস্থাটির৷
গোটা ঘটনার তদন্তে নেমেছে সিবিআই৷ ইতিমধ্যেই দক্ষিণ দিল্লির কালকজি, গোবিন্দপুরি এবং সাকেত এলাকা থেকে ১৫ জন ক্রেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে৷