Advertisement
Advertisement

বুরহান ওয়ানির মৃত্যুবার্ষিকীতে পিডিপি নেতার স্ত্রীকে গলা কেটে খুন জঙ্গিদের 

সংঘর্ষে নিকেশ এক জঙ্গি৷

PDP leader's wife hacked to death in Kashmir
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 9, 2018 1:06 pm
  • Updated:July 9, 2018 1:06 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইসলামিক স্টেটের কায়দায় মহিলাকে গলা কেটে হত্যা কাশ্মীরে৷ রাতের অন্ধকারে মহিলার বাড়িতে অচমকা হামলা চালায় জঙ্গিরা৷ বাধা দিতে গেলে ধারালো অস্ত্র দিয়ে তাঁর গলায় আঘাত করে জঙ্গিরা৷ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় ওই মহিলার৷

পুলিশ সূত্রে খবর, ঘটনাটি বান্দিপোরা জেলার হাজীন এলাকার৷ মৃত মহিলার নাম শাকিলা বেগম৷ তিনি পিডিপি নেতা আবদুল মাজিদ দারের স্ত্রী৷ এদিন রাতে দারের বাড়িতে হামলা চালায় জঙ্গিদের একটি দল৷ পিডিপি নেতাকেই হত্যার উদ্দেশ্য ছিল জঙ্গিদের৷ হামলায় বাধা দিতে গেলে সন্ত্রাসবাদীদের রোষে পড়েন শাকিলা৷ নৃশংসভাবে তাঁর গলায় আঘাত করে জঙ্গিরা৷ আক্রান্তদের চিৎকারে পড়শিরা ছুটে এলে পালিয়ে যায় হামলাকারীরা৷ ইতিমধ্যে ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ৷ জঙ্গিদের খোঁজে এলাকায় তল্লাশি অভিযান শুরু করা হয়েছে৷

এদিকে অন্য একটি ঘটনায়, কুপওয়ারা জেলায় সেনার সঙ্গে সংঘর্ষে নিকেশ হয়েছে এক জঙ্গি৷ সেনা সূত্রে খবর, গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে হান্দওয়ারা এলাকার জঙ্গলে অভিযান চালায় সেনাবাহিনী৷ ঘিরে ফেলা হয় জঙ্গিদের গোপন ডেরা৷ তারপরই শুরু হয় গুলির লড়াই৷ বেশ কিছুক্ষণ ধরে চলা গুলিযুদ্ধের পর এক জঙ্গির দেহ উদ্ধার হয়৷ পাশাপাশি, সোমবার ত্রাল এলাকায় নিরাপত্তারক্ষীদের উপর গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা৷

উল্লেখ্য, রবিবার হিজবুল কমান্ডার বুরহান ওয়ানির মৃত্যুবার্ষিকী ছিল৷ জঙ্গি খতমের বর্ষপূর্তি উপলক্ষে আবার কোনও আতঙ্কের পরিবেশ তৈরি হতে পারে উপত্যকায় বলে আগাম সতর্কতা দিয়েছেন গোয়েন্দারা৷ জম্মু ও কাশ্মীর প্রশাসন গোটা উপত্যাকাকেই কড়া নজরদারির মধ্যে রেখেছে। বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। ত্রাল শহরে মোতায়েন হয়েছে কার্ফিউ। এখানেই ছিল বুরহান ওয়ানির বাড়ি। এছাড়া পুলওয়ামা, কুলগাঁও, অনন্তনাগ ও সোপিয়ানেও জারি হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

[ ‘মৃত্যুদণ্ডও যথেষ্ট নয়’, দৃষ্টান্তমূলক সুপ্রিম রায়ের অপেক্ষায় নির্ভয়ার মা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ