Advertisement
Advertisement
PM Modi

‘দেখো দেখো শের আয়া’, হিমাচল প্রদেশে মোদির আগমনে উচ্ছ্বসিত ভক্তরা, ভিডিও ভাইরাল

নির্বাচনের আগে সেরাজ্যে উপস্থিত মোদি।

People chanted 'Dekho Dekho Sher Aaya' slogans as PM Modi arrived in Himachal Pradesh। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:October 13, 2022 5:59 pm
  • Updated:October 13, 2022 5:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচনের দামামা পুরোদস্তুর বেজে গিয়েছে হিমাচল প্রদেশে (Himachal Pradesh)। ক্ষমতায় পুনরাগমনের লক্ষ্যে সেরাজ্যে শীর্ষ বিজেপি (BJP) নেতাদের আগমন শুরু হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার হিমাচল প্রদেশে এলেন প্রধানমন্ত্রী মোদি (PM Modi)। উনায় তাঁকে দেখে অনুরাগীরা চেঁচিয়ে স্লোগান দিলেন, ”মোদি-মোদি, শের আয়া।” তাঁদের বলতে শোনা গেল, ”দেখো দেখো কৌন আয়া, শের আয়া, শের আয়া।”

এদিন প্রধানমন্ত্রী সবুজ সংকেত দেখান বন্দে ভারত এক্সপ্রেসকে। পাশাপাশি বাল্ক ড্রাগ পার্কের শিলান্যাসও করেন তিনি। ভাইরাল হয়ে গিয়েছে এদিনের অনুষ্ঠানের ভিডিও। সেখানে দেখা গিয়েছে, মোদিকে দেখতে জড়ো হওয়া অসংখ্য মানুষ কীভাবে মোদির নামে স্লোগান দিচ্ছেন। সেই ভিড়ের উদ্দেশে হাত নাড়তে দেখা যায় প্রধানমন্ত্রীকে।

Advertisement

[আরও পড়ুন: ‘ওদের শাস্তি দেবে জনতা’, গান্ধীজিকে মহিষাসুর সাজানোয় পুজো উদ্যোক্তাদের আক্রমণ মুখ্যমন্ত্রীর]

প্রসঙ্গত, গত আগস্টে মার্কিন এক সংস্থার করা সমীক্ষার ফলে দেখা গিয়েছিল, বিশ্বের ২২ জন প্রথমসারির রাষ্ট্রনেতার মধ্যে ৭৫ শতাংশ অ্যাপ্রুভাল রেটিং পেয়ে এক নম্বর জায়গাটি রয়েছে মোদির দখলে। তবে ২০২০ সালে মোদির অ‌্যাপ্রুভাল রেটিং অর্থাৎ তাঁর কাজে মানুষের সমর্থন ছিল ৮৪ শতাংশ। গত বছর তা অনেকটাই কমে যায়। দেশে করোনার দ্বিতীয় তরঙ্গের সময় তা নেমে আসে ৬৩ শতাংশে। কিন্তু এবার ফের বেড়েছে তাঁর জনপ্রিয়তা। আর তারই প্রমাণ মিলল হিমাচলের উনায়।

এদিকে নির্বাচনে বিজেপির সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী কংগ্রেস। হাত শিবিরের কর্মীদের একাংশের মতে, এভাবে প্রচারকাজে নেমে বিজেপি নতুন করে নিজেদের তুলে ধরছে। যা তাদের নির্বাচনে অক্সিজেন জোগাবে। এর সঙ্গে লড়তে শীর্ষ কংগ্রেস নেতাদেরও হিমাল প্রদেশ সফরে আসা উচিত বলেই মত তাঁদের।

[আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বন্দুক হাতে তৃণমূল নেতার ছবি, শুরু জোর রাজনৈতিক তরজা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement