সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বাড়ল পেট্রল ও ডিজেলের দাম৷ আজ, সোমবার থেকে প্রায় এক টাকা বাড়তি লিটারপিছু গুনতে হবে ক্রেতাদের৷ নয়া এই দাম কার্যকর হওয়ায় রাজ্যে পেট্রলের দাম বেড়ে দাঁড়াল ৮০ টাকা ৭১ পয়সা৷ পেট্রলের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ডিজেলের দাম৷ শহর কলকাতায় প্রতি লিটার ডিজেলের দাম দাঁড়িয়েছে ৭২ টাকা ১৬ পয়সা৷
[কেরলের আশ্বাস পুজোয় আসুন, বুকিং বিভ্রান্তিতে বাঙালি পর্যটকরা]
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, রবিবার মধ্যরাত থেকে রাজধানী দিল্লিতে প্রতি লিটার পেট্রল দাম দাঁড়িয়েছে ৭৭.৭৮ টাকা৷ মুম্বইয়ে ৮৫.২০ টাকায় মিলছে পেট্রল৷ চেন্নাইয়ে পেট্রলের দাম ৮০.৮০টাকা৷ পেট্রলের পাশাপাশি লাফিয়ে বেড়েছে ডিজেলের দামও৷ ইন্ডিয়ান অয়েল সূত্রে জানানো হয়েছে, ডিজেলের দাম যথাক্রমে দিল্লি ও মুম্বইয়ে বেড়ে দাঁড়িয়েছে ৬৯.৩২ ও ৭৩.০১ টাকা৷ শহর কলকাতায়ও বেড়েছে ডিজেলের দাম৷ বর্তমানে ৭২.১৬ টাকায় ডিজেল মিলছে কলকাতায়৷ চেন্নাইয়ে ৭৩.২৩ টাকা ডিজেলের দাম ধার্য করা হয়েছে৷
[সম্প্রীতির নজির, বন্যাবিধ্বস্ত চার্চকে ২৪ ঘণ্টায় ঝকঝকে করলেন শিখ স্বেচ্ছাসেবকরা]
মাঝে দু’এক পয়সা দাম কমলেও ফের বাড়ল জ্বালানি তেলার দাম৷ ক্রমাগত পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির ফলে সমস্যায় পড়ছে সাধারণ মানুষ। এই নিয়ে সরকারের উপরও আসছে চাপ। বিরোধী রাজনৈতিক দলগুলি এই ইস্যু তুলে সরকারপক্ষকে চাপে রাখতে চাইছে। বিশেষত কর্ণাটক ভোটের পর হু হু করে বাড়ছে জ্বালানির দাম। তার আগে বেশ কিছুদিন তেলের দাম অপরিবর্তিত ছিল। সেই কারণে আরও প্রশ্ন তুলছে বিরোধী দলগুলি। তবে সরকার আশ্বাস দিয়েছে পেট্রল ও ডিজেলের উপর যে এক্সাইজ ডিউটি রয়েছে, তা কমিয়ে দেওয়া হবে। গত অক্টোবরে সরকার প্রতি লিটারে ২ টাকা এক্সাইজ ডিউটি কমিয়েছিল।
২০১৪ সালের নভেম্বর থেকে ২০১৬ সালের অক্টোবর পর্যন্ত যেখানে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে, সেখানে সরকার প্রায় ন’বার একসাইজ ডিউটি বাড়িয়ে দিয়েছে। বর্তমানে সরকার প্রতি লিটার পেট্রল থেকে প্রায় ১৯.৪৮ টাকা ও ডিজেল থেকে ১৫.৩৩ টাকা এক্সাইজ ডিউটি আয় করে। তবে সেলস ট্যাক্স প্রতি রাজ্যের ক্ষেত্রে আলাদা৷