Advertisement
Advertisement

Breaking News

ফের বাড়ল জ্বালানির দাম, কপালে চিন্তার ভাঁজ মধ্যবিত্তের

চলতি সপ্তাহে এই নিয়ে তিনবার বাড়ল জ্বালানি তেলের দাম৷

Petrol, Diesel prices hit record high
Published by: Kumaresh Halder
  • Posted:September 1, 2018 2:54 pm
  • Updated:September 1, 2018 2:54 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের রেকর্ড নিজেই ভাঙছে পেট্রল-ডিজেলের দাম৷ শনিবার সেই ধারা অব্যাহত রেখে সর্বকালীন রেকর্ড ছুঁল জ্বালানি তেলের দাম৷ আজ, শহর কলকাতায় পেট্রলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৮১.৪৪ টাকা৷ ডিজেল বিক্রি হচ্ছে ৭৩.০৬ টাকায়৷ চলতি সপ্তাহে এই নিয়ে তিনবার বাড়ল জ্বালানি তেলের দাম৷

[অপহরণের ২৪ ঘণ্টার মধ্যেই মুক্তি পুলিশকর্মীর আত্মীয়দের]

অন্যদিকে, টানা পতনের মুখে ভারতীয় মুদ্রা৷ ডলারের তুলনায় হু হু করে নামছে টাকার মূল্য৷ আজ ডলার পিছু টাকার দাম দাঁড়িয়েছে ৭১ টাকা ৮৭ পয়সা৷ শুক্রবারের তুলনায় শনিবার একটু টাকার দামে লাগাম টানা গেলেও সাম্প্রতিককালে এই পতন সর্বাধিক বলে জানিয়েছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা৷ টাকার মূল্যের পতনের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ল পেট্রল ও ডিজেলের দাম৷

Advertisement

[রাজীব গান্ধী হত্যার মতোই ছক বাম বুদ্ধিজীবীদের, দাবি পুলিশের]

Advertisement

আজ, শনিবার রাজধানী দিল্লিতে পেট্রলের দাম ৭৮.৫২ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭৮.৬৮ টাকায়৷ ডিজেলেরও দাম বেড়েছে রাজধানীতে৷ ৭০.৪২ টাকা লিটার পিছু ডিজেল বিক্রি হচ্ছে রাজধানীতে৷ বাণিজ্যনগরী মুম্বইয়ে দাম বেড়েছে জ্বালানি তেলের৷ পেট্রলে বেড়েছে ১৬ পয়সা ও ডিজেলে বেড়েছে ২২ পয়সা৷ পেট্রলে নয়া বর্ধিত দাম দাঁড়িয়েছে ৮৬.০৯ টাকা৷ ডিজেল ছুঁতে চলেছে ৭৫ টাকা গণ্ডি৷ লিটার প্রতি ডিজেলের দাম দাঁড়িয়ে ৭৪.৭৬ টাকা৷

[বাজল ভোটের দামামা, মধ্যপ্রদেশে লড়াই ‘বাহুবলী’ শিবরাজ ও ‘বল্লালদেব’ জ্যোতিরাদিত্যর]

দফায় দফায় জ্বালানি তেলের দাম বৃদ্ধি পিছনে দায়ী করা হচ্ছে দুটি বিষয়কে৷ এক, টাকার দামে রেকর্ড পতন৷ দুই, বিশ্ববাজারের তেলের দাম অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি৷ যদিও এর ফলে কপালে চিন্তার ভাঁজ পড়েছে সাধারণ মধ্যবিত্তের৷ কেমনভাবে সংসার চলবে তাই নিয়ে ইতিমধ্যে মাথায় হাত পড়েছে অনেকের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ