Advertisement
Advertisement

Breaking News

মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট, সংসদে ক্ষোভপ্রকাশ তৃণমূলের

বিষয়টি রাজনীতির উর্ধ্বে গিয়ে তদন্ত করে দেখা উচিত বলে দাবি তুলেছে প্রায় সব বিরোধী দল৷

Plane Problem Shows Mamata Banerjee Life In Danger, Party Tells Parliament
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 1, 2016 3:32 pm
  • Updated:June 22, 2022 2:40 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাটনা থেকে ফেরার পথে জ্বালানি কম পড়ায় জরুরি অবতরণ করতে হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমানকে৷ আর কয়েক মিনিট দেরি হলে প্রাণ সংশয় হতে পারত তাঁর৷ বৃহস্পতিবার এই ইস্যুতেই উত্তাল হল সংসদ৷ কার দোষে মুখ্যমন্ত্রীর প্রাণ সংশয় হতে বসেছিল এই নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদরা৷ এদিন রাজ্যসভায় বিষয়টিকে ষড়যন্ত্র বলে অভিযোগ তুলেছেন সাংসদ ডেরেক’ও ব্রায়েন৷ শুধু মুখ্যমন্ত্রীই নয়, জরুরি অবতরণ না করা গেলে ১৭৩ জন যাত্রীরই প্রাণ সংশয় হতে পারত বলে অভিযোগ তুলেছেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়৷

বিষয়টি রাজনীতির উর্ধ্ব গিয়ে তদন্ত করে দেখা উচিত বলে দাবি তুলেছে প্রায় সব বিরোধী দল৷ কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গের দাবি, জ্বালানি ফুরিয়ে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমানের জরুরি অবতরণ করানো এটিসির কর্তব্য ছিল৷ জেডিইউ সাংসদ শরদ যাদব বলেন, এটা অত্যন্ত গুরুতর ঘটনা৷ রাজনীতির উর্ধ্বে গিয়ে বিষয়টি খতিয়ে দেখা উচিত বলে মন্তব্য করেন বহুজন সমাজ পার্টির সুপ্রিমো মায়াবতী৷ কিভাবে একই সঙ্গে তিনটি বিমানের জ্বালানি ফুরিয়ে গেল তা নিয়েও প্রশ্ন উঠেছে৷ তবে বিষয়টি নিয়ে সরকারের তরফে তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ