Advertisement
Advertisement

Breaking News

উল্লাস নয় উন্নয়নে মন দিন, বিজেপি সাংসদদের বার্তা মোদির

২২ ডিসেম্বর গুজরাট নির্বাচনী পর্যালোচনা রাহুলের।

PM Modi advice BJP MPs to concentrate on Development
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 20, 2017 10:34 am
  • Updated:December 20, 2017 11:07 am

নন্দিতা রায়, নয়াদিল্লি: গুজরাট বিধানসভা ভোটে ফল প্রকাশের পর, প্রতিক্রিয়া দিয়েছিলেন ঠিকই তবে দলের জন্য আলাদা করে কোনও বার্তা দেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার বিজেপির সংসদীয় দলের বৈঠকে তিনি বুঝিয়ে দিলেন, গুজরাটে বিধানসভা ভোটে ফলাফল খুশি নন দলের সাংসদদের মোদির বার্তা, ‘উল্লাস নয়, উন্নয়নে মন দিন’  বৈঠকে গুজরাট ও হিমাচলপ্রদেশের জয়ের জন্য মোদিকে অভিনন্দন জানান বিজেপির সাংসদরা তবে গুজরাটের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে অবশ্য সংসদীয় দলের বৈঠকে আলোচনা হয়নি বলেই খবর এদিকে আগামী ২২ ডিসেম্বর গুজরাট নির্বাচনী পর্যালোচনায় বসছেন কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী

[আফরাজুল কাণ্ডে তদন্তের দাবি, সংসদে ধরনা কংগ্রেস সাংসদদের]

Advertisement

কংগ্রেসের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মোদির গড়ে বিজেপির কোনওক্রমে মুখরক্ষা হয়েছে। মোদির রাজ্যে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী কে হবেন? তা এখনও স্পষ্ট নয় বিজেপি সূত্রে খবর,  গুজরাটের মুখ্যমন্ত্রী হিসাবে ‘লাকি চার্ম’  বিজয় রূপানির উপরেই ফের আস্থা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও বিজয় রূপানিকেই ফের মুখ্যমন্ত্রী করার প্রশ্নে মতভেদ স্পষ্ট দলের অন্দরে দলের একাংশের দাবি,  কর্মীদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব আটকাতে রূপানি ব্যর্থ। অন্য অংশ বলছে, জাতপাত ও ধর্মীয় মেরুকরণের ঊর্ধ্বে উঠে পদের দায়িত্ব সামলেছেন রূপানি। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী পদের দাবিদার হিসেবে কর্নাটকের রাজ্যপাল ও গুজরাতের প্রাক্তন স্পিকার বাজুভাই রুদাবাই বালা, কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি, নীতীশ প্যাটেল, মনসুখ মান্দাভিয়ার নামও শোনা যাচ্ছে

Advertisement

[জয়ললিতার মৃত্যু ঘিরে ফের বিতর্ক, ফাঁস হওয়া ভিডিওতে ঘনাল রহস্য]

এদিকে মঙ্গলবার প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের বিরুদ্ধে পাক-যোগের অভিযোগে ঘিরে উত্তাল সংসদ কংগ্রেসের বিক্ষোভে দফায় দফায় মুলতবি হয়ে গেল উভয় কক্ষই মঙ্গলবার দুপুর ২টো পর্যন্ত মুলতবি ছিল রাজ্যসভা ও লোকসভার অধিবেশন।

[আধার লিঙ্কের নামে প্রতারণার শিকার এবার খোদ সাংসদ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ