BREAKING NEWS

১৬ আশ্বিন  ১৪৩০  বুধবার ৪ অক্টোবর ২০২৩ 

READ IN APP

Advertisement

মোদির হাতেও ঢাকের বোল ‘চড়াম চড়াম’!

Published by: Sangbad Pratidin Digital |    Posted: May 28, 2016 3:01 pm|    Updated: May 28, 2016 3:01 pm

PM Modi arrives in Mawphlang village, Meghalaya; interacts with locals, plays their music instruments

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটের ফলপ্রকাশের পরই ‘চড়াম চড়াম’ বোলে ঢাক বাজবে-এমনটাই দাবি করেছিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। যে মন্তব্যকে ঘিরে বিস্তর জলঘোলা হয়েছিল। কিন্তু বিতর্ক যাই থাক না কেন, পাহাড় থেকে সাগর, সর্বত্র ঢাকের বোল এখন ‘চড়াম চড়াম’৷ ঢাক বলতে এতদিন লোকে বুঝত ‘ঢ্যাম কুড়াকুড় বা ‘ড্যাং ড্যা ড্যা ড্যাং’৷ কিন্তু পরিবর্তনের হাওয়াও ঢাকের বোলও বদল৷ এখন তাই তা হয়েছে ‘চড়াম চড়াম’৷ এবার সেই ‘চড়াম চড়াম’ বোল যেন বেজে উঠল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতেও৷

(সন্ত্রাস বন্ধ করুক পাকিস্তান, চরম হুঁশিয়ারি মোদির)

শনিবার মেঘালয় সফরে খোলামেলা মেজাজে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত মেঘালয়ের মওফলং গ্রামে লোকনৃত্য শিল্পীদের নাচের তালে স্থানীয় এক ধরনের ঢাক বাজালেন মোদি। শনিবার সকালে পূর্ব খাসি হিলস জেলার এই গ্রামে তাঁর সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে যোগ দিয়ে স্থানীয় বাসিন্দা ও লোকশিল্পীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। এই প্রথম প্রধানমন্ত্রী মোদি উত্তর-পূর্বের এই রাজ্য সফরে এসেছেন। উত্তর-পূর্বের জন্য নয়া প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন এবং একটি ফুটবল স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপন করেন মোদি।

দেখুন সেই ভিডিও-

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে