Advertisement
Advertisement

২০২২-এর মধ্যে মহাকাশে মানুষ পাঠাবে ভারত, ঘোষণা প্রধানমন্ত্রীর

চন্দ্র অভিযানেও সফল ভারতীয় বিজ্ঞানীরা৷

PM Modi assures manned space mission by 2022 on I-Day
Published by: Sayani Sen
  • Posted:August 15, 2018 12:19 pm
  • Updated:August 15, 2018 12:19 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২২-এর লক্ষ্য মহাকাশ৷ মহাকাশে পাড়ি দেবেন ভারতীয়রা৷ ভারতের কোনও মহাকাশচারী দেশের পতাকা নিয়ে মহাকাশে পৌঁছাবেন৷ লালকেল্লায় পতাকা উত্তোলনের পর জাতির উদ্দেশে ভাষণে এমনই সুখবর শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ভারতীয় বিজ্ঞানীদের প্রশংসাও করেন তিনি৷

[দেশজুড়ে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস, লালকেল্লায় ভাষণ প্রধানমন্ত্রীর]

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘‘দেশবাসীকে একটা সুখবর দিতে চাই৷ ভারত মহাকাশ গবেষণায় ইতিমধ্যেই অনেক উন্নতি করেছে৷ মহাকাশে পাড়ি দেওয়ার ক্ষেত্রে ভারত আশাবাদী৷ আমাদের বিজ্ঞানীরা একটি স্বপ্ন দেখেছেন৷ ২০২২ সালের ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপিত হবে৷ ওই বছরই  আমরা মহাকাশে মানুষ পাঠানোর পরিকল্পনা করেছি৷ আমাদের কোন ছেলে বা মেয়ে মহাকাশে যাবে৷ সেখানেই ওড়াবে জাতীয় পতাকা৷ তিনি আরও বলেন, ‘‘ইসরো মহাকাশে সবচেয়ে বিশালাকার রকেট পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে৷ জিএসএলভি এমকে ৩ নামে ওই রকেটটি শ্রীহরিকোটা থেকে আগামী কয়েক বছরের মধ্যেই মহাকাশে পাড়ি দেবে৷’’  এই রকেটটি মহাকাশে পাঠানোর জন্য নয় হাজার কোটি টাকা বরাদ্দও করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী৷ ইতিমধ্যেই ১৭৩ কোটি টাকা খরচ হয়ে গিয়েছে৷  তিনি বলেন, ‘‘আগামী ৪০ মাসের মধ্যেই আমাদের এই আশাপূরণ হবে বলেই মনে করা হচ্ছে৷’’  ২০০৮ সাল থেকে মহাকাশ গবেষণায় আরও এগিয়ে গিয়েছে ভারত৷ এদিন  ভারতীয় বিজ্ঞানীদের প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তিনি বলেন, ভারতীয় বিজ্ঞানীরা দেশকে গর্বিত করেছেন৷ ১০০টি স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছেন তাঁরা৷ চন্দ্র অভিযানেও সাফল্য মিলেছে৷’’

Advertisement
[স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মোদি-মমতা]

২০১৯-র লোকসভা নির্বাচনের আগে লালকেল্লায় এটাই ছিল মোদির শেষ বক্তৃতা৷ স্বাভাবিকভাবেই তাই জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর এ দিনের বক্তৃতায় নজর ছিল মূলত দুটি বিষয়ে। তাঁর সরকারের গত সাড়ে চার বছরের সাফল্য আরও একবার দেশের মানুষকে মনে করিয়ে দেওয়া ও  সেই সঙ্গে স্বাভিমান, জাতীয়তাবোধকে উসকে দেওয়া। দ্বিতীয়ত, কেন্দ্রে এর আগে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের সঙ্গে বর্তমান সরকারের ফারাক তুলে ধরা।

[শৌর্যচক্র পাচ্ছেন রাইফেলম্যান ঔরঙ্গজেব, ঘোষণায় মায়ের চোখে জল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ