Advertisement
Advertisement

জিতছেন ধরে নিয়েই কি ভিকট্রি সাইন দেখালেন মোদি?

সকাল দেখলে বাকি দিনের আভাস মেলে।

PM Modi flashes victory sign as BJP takes unassailable lead in Gujrat, HP
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 18, 2017 5:26 am
  • Updated:September 18, 2019 5:36 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুথফেরত সমীক্ষাকে খানিকটা সত্যি প্রমাণ করে গুজরাট ও হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে জিততে চলেছে বিজেপি। অন্তত কয়েক দফার গণনা এমনটাই ইঙ্গিত দিচ্ছে। জিতছেন ধরে নিয়েই কি সোমবার ভিকট্রি সাইন দেখিয়ে দিলেন প্রধানমন্ত্রী? এদিন সংসদে ঢোকার মুখে সংবাদমাধ্যমকে ‘ভি’ দেখান মোদি। আর তখনই শুরু হয়ে যায় প্রবল জল্পনা। তবে কি জয়ের বিষয়ে এতটাই আশাবাদী মোদি?

সূত্রের খবর, ১৮২টি আসনবিশিষ্ট গুজরাট বিধানসভায় ১০৭টি আসনে এগিয়ে রয়েছেন ভূমিপুত্র নরেন্দ্র মোদি। তবে টানটান লড়াই জিইয়ে রেখেছে কংগ্রেসও। ৭৪টি আসনে এগিয়ে রয়েছে তাঁরা। হিমাচল প্রদেশে ৪১টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি, কংগ্রেস লড়াই চালাচ্ছে ২৪টি আসনে এগিয়ে থেকে। মোদি অবশ্য একা নন, প্রাথমিক গণনার পর জয় নিয়ে আশাবাদী বিজেপির শীর্ষ নেতা রাজনাথ সিংও। তিনি সংসদে যাওয়ার আগে বলে যান, ‘গুজরাট ও হিমাচল- দুই রাজ্যেই বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পাবে।’ গুজরাটে অগ্রগতির খবরে চাঙ্গা বিজেপি। দলের শীর্ষ নেতা তথা কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি সংসদ শুরু হওয়ার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। গুজরাটের বিদায়ী মুখ্যমন্ত্রী বিজয় রূপানি শেষ পাওয়া খবরে রাজকোট পশ্চিম কেন্দ্রে ২১ হাজার ভোট এগিয়ে রয়েছেন। নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, গুজরাটে বিজেপি এগিয়ে ১০০টি আসনে, কংগ্রেস ৭০টিতে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ