Advertisement
Advertisement

‘৭০ বছরের অসুখ সারছে, চিকিৎসা তো সহজ হবে না’

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেছেন প্রায় পক্ষকাল আগে৷ তারপর বিভিন্ন জনসভায় নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা করেছেন৷ কিন্তু এই প্রথমবার আমজনতার কাছে নিজের মনের কথা বলতে বসলেন প্রধানমন্ত্রী৷ আর টমন কি বাতট-এর আসর থেকে নোট বাতিলের পর দেশের সাফল্যের সব কৃতিত্ব সাধারণ মানুষকেই দিলেন প্রধানমন্ত্রী৷ Advertisement এতবড় দেশ, এরকম একটা সিদ্ধান্তের জন্য সাধারণ মানুষের […]

PM Modi Says a disease has infected our country for 70 years, treatment can't be simple
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 27, 2016 12:37 pm
  • Updated:November 27, 2016 12:42 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেছেন প্রায় পক্ষকাল আগে৷ তারপর বিভিন্ন জনসভায় নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা করেছেন৷ কিন্তু এই প্রথমবার আমজনতার কাছে নিজের মনের কথা বলতে বসলেন প্রধানমন্ত্রী৷ আর টমন কি বাতট-এর আসর থেকে নোট বাতিলের পর দেশের সাফল্যের সব কৃতিত্ব সাধারণ মানুষকেই দিলেন প্রধানমন্ত্রী৷

এতবড় দেশ, এরকম একটা সিদ্ধান্তের জন্য সাধারণ মানুষের ভোগান্তি হবেই৷ সে কথা আজ একরকম স্বীকার করে নিলেন প্রধানমন্ত্রী৷ তবে তা সত্ত্বেও সাধারণ মানুষ যেভাবে ধৈর্য ধরেছেন, সরকারকে সহায়তা করেছেন, সে কারণে তাঁদের ধন্যবাদ জানান মোদি৷ নোট বাতিলের সিদ্ধান্তকে আমজনতা কীভাবে সমর্থন করেছে, তা তুলে ধরতেই শোনানো হয় বিভিন্ন অঞ্চল থেকে মানুষের প্রতিক্রিয়া৷ তবে সমস্যা হচ্ছে মেনে নিয়েই মোদি এদিন বলেন, “দেশে সত্তর বছরের একটা রোগ সারতে চলছে৷ তার চিকিৎসা তো সহজ হবে না৷”

Advertisement

এদিন ক্যাশলেস ইকোনমির উপরও জোর দেন নমো৷ তাঁর মতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা নিশ্চয়ই বুঝতে পারছেন ডিজিটাল দুনিয়ার প্রবেশের ক্ষেত্রে এটাই আদর্শ সময়৷ আগামী দিনে যে নগদে লেনদেন প্রায় থাকবে না, এদিন যেন তারই ইঙ্গিত দিয়ে রাখলেন মোদি৷ আর তরুণরাই যে সে পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে এদিন তা মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী৷ বললেন, সকল তরুণ যেন এই পদ্ধতি শিখে নেন৷ হোয়াটসঅ্যাপের থেকে তা কঠিন কিছু নয়৷ দেশের শ্রমিক শ্রেণি যাতে ন্যূনতম বেতন পান, তার জন্য সকলকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার পরামর্শও দেন তিনি৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ