১৮ জ্যৈষ্ঠ  ১৪৩০  শুক্রবার ২ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

কাশ্মীরে ‘আজাদি’র দাবি তুলে বীরদের অপমান করেছে কংগ্রেস: মোদি

Published by: Sangbad Pratidin Digital |    Posted: October 29, 2017 11:19 am|    Updated: October 29, 2017 11:19 am

PM Modi says, Congress leaders lending their voice to those who want Azadi in Kashmir, is an insult to our brave soldiers

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীরে স্বায়ত্তশাসনের দাবি জানানো কংগ্রেসকে তীব্র বাক্যবাণে বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার কংগ্রেস শাসিত কর্ণাটকের বেঙ্গালুরুতে ভাষণ দিতে গিয়ে মোদি বলেন, ‘গতকাল এক কংগ্রেস নেতা কাশ্মীর প্রসঙ্গে একটি মন্তব্য করেছেন। তাঁর ওই মন্তব্যেই স্পষ্ট যে দেশের সেনার সাহসিকতা বা সার্জিক্যাল স্ট্রাইকের মতো সাফল্যে কংগ্রেসের কী প্রতিক্রিয়া।’

[কাশ্মীর প্রসঙ্গে চিদাম্বরমের মন্তব্যে ক্ষুব্ধ স্মৃতি, দূরত্ব বাড়াল কংগ্রেসও]

মোদির এই বক্তব্য স্পষ্টতই প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদম্বরমের মন্তব্যের পালটা বলে মনে করছে রাজনৈতিক মহল। মোদি ও অর্থমন্ত্রী অরুণ জেটলির সমালোচনা করতে গিয়ে চিদম্বরম মন্তব্য করেন, “কাশ্মীরের মানুষ ‘আজাদি’ বলতে আসলে স্বশাসন চান।” মোদির প্রশ্ন, ‘যাঁরা কাশ্মীরে আজাদি স্লোগান তোলেন, তাদের পাশে দাঁড়িয়ে কী প্রমাণ করতে চায় কংগ্রেস? তাদের এই মন্তব্য আমাদের দেশের বীরদের অপমান।’ কংগ্রেস নির্লজ্জের মতো কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী শক্তির পক্ষ নিচ্ছে বলেও আক্রমণ করেন মোদি। তাঁর অভিযোগ, কংগ্রেস যাদের পক্ষ নিয়ে কথা বলছে, তারা পাকিস্তানের সমর্থক। যাঁরা দেশকে দুষ্কৃতীদের হাত থেকে রক্ষা করতে প্রাণের আহুতি দিচ্ছেন, তাঁদের প্রতি এই মন্তব্য যথেষ্ট অপমানজনক।

চিদম্বরমের কাছ থেকে তাঁর কাশ্মীরের প্রসঙ্গে মন্তব্যের ব্যাখ্যা দাবি করেছেন মোদি। বিজেপির কোনও নেতা এমন মন্তব্য করেন না যাতে দেশের সার্বভৌমত্ব আঘাত পায়, মন্তব্য মোদির। বিজেপি কাউকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বা ক্ষতি করতে দেবে না বলেও আজ জনসভা থেকে হুঁশিয়ারি দিয়েছেন মোদি। একা মোদি নন, চিদম্বরমের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি, স্মৃতি ইরানি-সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব। বেগতিক দেখে চিদাম্বরমের মন্তব্য থেকে নিজেদের দূরত্ব বাড়িয়েছে কংগ্রেস। কংগ্রেসের মুখপাত্র জানিয়েছেন, প্রাক্তন অর্থমন্ত্রীর মন্তব্য নেহাতই তাঁর ব্যক্তিগত মত। এর সঙ্গে দলের কোনও যোগ নেই।

দেখুন ভিডিও:

[আইসিস যোগের কলঙ্ক ঘোচাক কংগ্রেস, আক্রমণাত্মক বিজেপি]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে