Advertisement
Advertisement

নোট বাতিলের পর আরও বড় পদক্ষেপের পরিকল্পনা মোদির!

কালো টাকার মালিকদের রক্তচাপ আরও বাড়িয়ে দিলেন মোদি৷

PM Modi takes on critics over demonetisation issue
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 12, 2016 2:26 pm
  • Updated:November 12, 2016 2:26 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক নজিরবিহীন পরিস্থিতির মুখোমুখি দেশ৷ প্রধানমন্ত্রীর নির্দেশে রাতারাতি বাতিল হয়ে গিয়েছে ৫০০ ও ১০০০ টাকার পুরনো নোট৷ কিন্তু ব্যাঙ্ক বা এটিএম থেকেও মিলছে না পর্যাপ্ত টাকা৷ এই পরিস্থিতিতেও সুদূরপ্রসারী লাভের কথা ভেবে সাধারণ মানুষ যেভাবে কেন্দ্রকে সহযোগিতা করছেন, তার ভূয়সী প্রশংসা করলেন জাপান সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

শনিবার প্রবাসী ভারতীয়দের সামনে এই বক্তব্য পেশ করেন মোদি৷ নিজের ভাষণে একহাত নিলেন বিরোধীদেরও৷ পাশাপাশি স্যালুট জানালেন সেই সব ভারতীয়কে, যাঁরা এই সিদ্ধান্তের ফলে সমস্যায় পড়লেও নয়া নিয়মকে স্বাগত জানিয়েছেন৷ এদিন মোদি বলেন, “আমি প্রত্যেক ভারতীয়কে, প্রতিটি পরিবারকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই৷ বহু পরিবারে বিয়ে, চিকিৎসা সংক্রান্ত কারণে বেশ কিছু সমস্যা হয়েছে৷ তবু তাঁরা কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন৷ তাঁদের স্যালুট৷”

Advertisement

(বেজিংয়ের দাদাগিরি রুখতে এককাট্টা ভারত-জাপান)

মোদি আরও বলেন, “দেশের টাকা লুঠ হয়েছে৷ সেই টাকা উদ্ধার করতেই হবে৷ প্রত্যেকের জন্য একই নিয়ম প্রযোজ্য হবে৷” গবির-বড়লোক-প্রভাবশালী কাউকে রেয়াত করা হবে না৷ দেশের মানুষের স্বার্থেই যে পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করা হয়েছে, এদিন সে কথা ফের একবার মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী৷ তিনি জানান, দেশকে স্বচ্ছ করতেই নোট বাতিলের সিদ্ধান্ত৷ সাধারণ মানুষের হয়রানি রুখতে আরও কিছু অভিনব পদক্ষেপের কথা ভাবছেন প্রধানমন্ত্রী ও তাঁর কোর টিম৷ কিন্তু সে কথা সর্বসমক্ষে আনা যাবে না বলে এদিন জানিয়েছেন মোদি৷ সাধারণ মানুষের স্বার্থরক্ষা যে কেন্দ্রের দায়িত্ব, এদিন সে কথাও স্বীকার করেন মোদি৷ এখানেই শেষ নয়, মোদি এও জানিয়েছেন, শুধু ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করেই কালো টাকার বিরুদ্ধে কেন্দ্রের অভিযান শেষ হচ্ছে না৷ এর পর আরও অভিনব পদক্ষেপ করতে পারে কেন্দ্র৷ এদিন মোদি বলেন, “আমরা গ্যারান্টি দিতে পারি না যে নয়া স্কিম শেষ হওয়ার পর আমরা অন্য কোনও পদক্ষেপ করব না৷ দুর্নীতিকে গোড়া থেকে নিকেশ করতে হবে৷” দুর্নীতিগ্রস্তদের শাস্তি দিতে যত দূর যেতে হয় তিনি যাবেন ও সৎ মানুষের পাশে দাঁড়াবেন বলেও এদিন উপস্থিত ভারতীয়দের আশ্বাস দেন প্রধানমন্ত্রী৷ স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত হিসাব বহির্ভূত সমস্ত টাকার রেকর্ড খতিয়ে দেখা হবে এদিন ফের হুঁশিয়ারি দিয়েছেন মোদি৷

Advertisement

(নোট বাতিলে মোদির পদক্ষেপ ঘায়েল করবে পাকিস্তানকেও)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ