Advertisement
Advertisement

Breaking News

Dussera

দেশবাসীকে বিজয়ার শুভেচ্ছা মোদি-মমতার

সকলকে শুভেচ্ছা জানিয়েছেন অমিত শাহও।

PM Modi wish nation on Dussera। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:October 24, 2023 1:58 pm
  • Updated:October 24, 2023 6:49 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঢাকের বোলে বিষাদের সুর। ছুটি কাটিয়ে বাপের বাড়ি থেকে এবার উমার কৈলাসে পাড়ি দেওয়ার পালা। বিজয়া দশমীতে সকলকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিকে এক্স হ্যান্ডল থেকে বিজয়ার শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সকলকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।

এদিন প্রধানমন্ত্রী টুইটারে লিখেছেন, ‘সারাদেশে আমার পরিবারের সদস্যদের বিজয়া দশমীর শুভেচ্ছা। এই পবিত্র উৎসব নেতিবাচক শক্তির অবসানের পাশাপাশি জীবনে শুভকে অবলম্বন করার বার্তা নিয়ে আসে। সবাইকে বিজয়া দশমীর শুভেচ্ছা।’

Advertisement

[আরও পড়ুন: দশমীতে রাজ্যের ৬ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা, কবে কাটবে দুর্যোগ?]

রাজ্যবাসীকে বিজয়ার শুভেচ্ছা জানিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সোশাল মিডিয়ায় জানিয়েছেন, ‘সমস্ত ভাইবোনকে হার্দিক শুভেচ্ছা জানাই দশমীর এই পবিত্র মুহূর্তে।’

[আরও পড়ুন: মণ্ডপে প্রতিমা দর্শনের অতিরিক্ত ভিড়, পদপিষ্ট হয়ে মৃত ৩]

পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখেছেন, ”সমস্ত দেশবাসীকে বিজয়া দশমীর হার্দিক শুভেচ্ছা জানাই। অধর্মের অন্ধকার যতই ঘন হোক না কেন, সত্যের ওপর ভিত্তি করে ন্যায়ের আলোর জয় চিরন্তন। পাপের উপর পুণ্যের বিজয়ের প্রতীক, ‘বিজয়া দশমী’ এমন একটি উৎসব যা আমাদের সর্বদা জ্ঞান ও সত্যের পথে চলতে অনুপ্রাণিত করে এবং শিক্ষা দেয়। ভগবান শ্রীরাম সকলের মঙ্গল করুক। জয় শ্রীরাম!”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ