Advertisement
Advertisement

ডোকলাম তিক্ততা ভুলে বন্ধুত্বের বার্তা ভারত-চিনের

নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপে ভারতের সদস্যপদ প্রাপ্তি নিয়েও এদিন আলোচনা হয়।

PM Modi, Xi Jinping agree on strategic guidance to armies for border peace
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 28, 2018 12:50 pm
  • Updated:August 24, 2018 5:49 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’দিনের বেজিং সফরে গিয়ে ভারত-চিনের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষতে প্রলেপ লাগালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ডোকালাম ইস্যু ভুলে সীমান্তে দু’দেশের মধ্যে ‘ভাল-সম্পর্ক’ গড়ে তোলার উপর গুরুত্ব বাড়ালেন মোদী-জিনপিং৷ জানা গিয়েছে, দু’দেশের সম্পর্কের টানাপোড়েন-দ্বন্দ্ব ভুলে সামরিক ক্ষেত্রে পারস্পরিক আদানপ্রদান বাড়ানোর উপর বিশেষ গুরু দেওয়া হয়৷

আজ, বেজিং সফরের দ্বিতীয় দিনে চিনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেন নমো৷ শুরুতেই উভয় দেশের সীমান্ত নিরাপত্তা ও সামরিক আদানপ্রদান-সহ  আফগানিস্তানে ভারত-চিন যৌথ অর্থনীতি গড়ে তোলার নিয়ে বিস্তারিত আলোচনা হয়৷ ডোকলাম পরবর্তী পরিস্থিতি থেকে সরে এসে এদিন উভয় রাষ্ট্রপ্রধানদের মধ্যে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে বেশ কিছু সমঝোতা হয় বলে বিদেশমন্ত্রক সূত্রে জানা গিয়েছে৷

Advertisement

বিশেষজ্ঞ মহলের মতে, গত বছর ৭৩ দিনের ডোকালাম সঙ্কটে নষ্ট হওয়া দ্বিপাক্ষিক সম্পর্ক জোড়া লাগাতেই ভারত ও চিন লাগাতার প্রয়াস চালিয়ে যাচ্ছে৷ এ ব্যাপারে বিদেশমন্ত্রকের সচিব বিজয় গোখলে টুইট করেন, আজ দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার ব্যাপারে মতামত বিনিময় করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চিনা প্রেসিডেন্ট শি জিনপিং৷ সীমান্ত নিরাপত্তা, জঙ্গিদমন, সীমান্তে শান্তি বিনিময়ের লক্ষ্যে এদিন মোদি-জিনপিং বৈঠক করেন৷ একই সঙ্গে পাকিস্তানের মধ্যে দিয়ে যাওয়া ইকনমিক করিডর প্রসঙ্গে, সীমান্ত সমস্যা, মাসুদ আজহার ইস্যু-সহ নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপে ভারতের সদস্যপদ প্রাপ্তি নিয়েও এদিন আলোচনা হয় বলেও জানা গিয়েছে৷

Advertisement

আজ, আড্ডার মুডে হাতে চায়ের কাপ হাতে নৌকাবিহারের মাধ্যমে দীর্ঘ আলোচনা করেন তাঁরা৷ বৈঠকে মোদি সন্ত্রাসবাদের প্রসঙ্গ উত্থাপন করেন৷ ভারত ও চিনকে একজোট হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করবে বলে আহ্বান জানান৷ চিনের মাটিতে আয়োজিত সম্মেলনে সন্ত্রাসবাদ প্রসঙ্গ উত্থাপন করে এদিন কৌশলগত ভাবে পাকিস্তানকেই কড়া বার্তা দেওয়া চেষ্টা করেন নমো৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ