Advertisement
Advertisement

Breaking News

নোট বাতিলের বর্ষপূর্তিতে মোদিকে জোরাল আক্রমণ রাহুল গান্ধীর

'লক্ষ লক্ষ সৎ ভারতীয়র জীবন তছনছ করেছে মোদির হটকারী সিদ্ধান্ত।'

PM Modi’s Demonetisation disastrous for millions: Rahul Gandhi
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 8, 2017 9:37 am
  • Updated:September 25, 2019 5:07 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের প্রথম বর্ষপূর্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র বাক্যবাণে বিঁধলেন কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী। নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্তকে ‘ট্র্যাজেডি’ আখ্যা দিয়ে তাঁর বক্তব্য, ‘লক্ষ লক্ষ সৎ ভারতীয়র জীবন নষ্ট করে দিয়েছে মোদির যুক্তিহীন পদক্ষেপ।’

যথাযথ পরিকল্পনা ছাড়াই নোট বাতিলের সিদ্ধান্তকে মোদির চিন্তাভাবনাহীন পদক্ষেপ বলেও তোপ দেগেছেন কংগ্রেস যুবরাজ। বুধবার টুইটারে গতবছর কেন্দ্রের বড় নোট বাতিলের সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি। মোদির সমালোচনার পাশাপাশি হিন্দিতে একাধিক টুইট করে সাধারণ মানুষকে গতবছর এই সময় যে ঝক্কি পোয়াতে হয়েছিল, তারও সংক্ষিপ্ত খতিয়ান পেশ করেছেন রাহুল। কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলগুলি আজকের দিনটিকে ‘কালা দিবস’ বলে পালনের ডাক দিয়েছে।

বুধবার সুরাটে বিরোধীদের ডাকা কালা দিবসের কর্মসূচিতে যোগ দেবেন কংগ্রেস সহ-সভাপতি। আজ সন্ধ্যায় সুরাটের চক বাজার এলাকায় স্বামী বিবেকানন্দর মূর্তির পাদদেশ থেকে মোমবাতি হাতে মিছিল করবেন ব্যবসায়ীরা। বিধানসভা নির্বাচনের মুখে গুজরাটে রাহুল গান্ধীর এই কর্মসূচিতে যোগ দেওয়ার সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। একা রাহুল গান্ধীই নন, ৫০০ ও ১০০০ টাকার নোটকে বাতিল বলে ঘোষণা করার এক বছর কাটতেই প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম-সহ কংগ্রেসের শীর্ষ নেতৃত্বও ওই সিদ্ধান্তের প্রবল সমালোচনা করেছেন মাইক্রো ব্লগিং সাইটে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ