Advertisement
Advertisement

Breaking News

‘জরুরি অবস্থা’ নিয়ে মোদির নিশানায় গান্ধী পরিবার

কয়েকদিনের মধ্যেই ইতিহাস হয়ে যাবেন, প্রধানমন্ত্রীকে পালটা কংগ্রেসের৷

PM Narendra Modi attacked Gandhi Family on 'Emergency', Congress hits back
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 26, 2018 5:21 pm
  • Updated:June 26, 2018 5:21 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যত লোকসভা নির্বাচন এগিয়ে আসছে ততই ভয়ঙ্কর রূপ নিচ্ছে কংগ্রেস-বিজেপি চাপানউতোর৷ সেই তালিকায় নয়া সংযোজনা ৭৫-এ জারি হওয়া ‘জরুরি অবস্থা’৷ যাকে হাতিয়ার করে গতকাল অর্থাৎ ২৫ জুন ‘কালা দিবস’ পালন করেছে গেরুয়া শিবির৷ আজও সেই একই ইস্যুতে কংগ্রেসকে আক্রমণ শানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ জানিয়েছেন, একটি পরিবারের স্বার্থসিদ্ধির জন্য সংবিধানকে ভুল পথে চালনা করা হয়েছে৷ মোদিকে পালটা একহাত নিয়েছে কংগ্রেসও৷ খোঁচা দিয়ে বলা হয়েছে, কয়েকদিনের মধ্যে তিনিও ইতিহাস হয়ে যাবেন৷

[মহিলাকে যৌন নির্যাতনের অভিযোগ, কেরলে সাসপেন্ড পাঁচ ধর্মযাজক]

Advertisement

মঙ্গলবার মুম্বইয়ে একটি কর্মিসভায় যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সেখানেই জরুরি অবস্থার কথা উল্লেখ করে কংগ্রেস ও গান্ধী পরিবারের প্রতি ক্ষোভ উগড়ে দেন তিনি৷ বলেন, সংবিধান, দেশের আইনকে অগ্রাহ্য করেই গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে কংগ্রেস৷ দেশের সোনায় মোড়া ইতিহাসের উপর দগদগে ঘায়ের মতো বিরাজ করছে জরুরি অবস্থা৷ মোদির সংযোজনা, কোনও দোষ ছাড়াই সেই সময় সাধারণ মানুষকে জেলে পাঠান হয়েছিল৷ জরুরি অবস্থার সময়ে তৎকালিন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও কংগ্রেসের যাঁরা সমালোচনা করেছিলেন, তাঁদের মধ্যে অন্যতম হলেন সাংবাদিক কুলদীপ নায়ার, রামনাথ গোয়েঙ্কা প্রমুখ৷ নিজের ভাষণে এঁনাদেরও সম্মান জানান প্রধানমন্ত্রী৷

[গণবিবাহের অনুষ্ঠানে নাচলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, দেখুন ভিডিও]

কিছুক্ষণের মধ্যেই সাংবাদিক সম্মেলন করে প্রধানমন্ত্রীর বক্তব্যের কড়া সমালোচনা করেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা৷ কটাক্ষ করে বলেন, ইতিহাসকে ঘাঁটার কোনও প্রয়োজন নেই প্রধানমন্ত্রীর৷ কয়েকদিনের মধ্যে তিনি নিজেই ইতিহাস হয়ে যাবেন৷ কেন্দ্রের বিজেপি সরকারকে খোঁচা দিয়ে কংগ্রেস মুখপাত্র অভিযোগ করেন, মোদির শাসনে গতকাল বছর ধরে দেশের জরুরি অবস্থার মতোই পরিস্থিতি তৈরি হয়েছে৷ তাঁর ইঙ্গিত, গত ৪৯ মাস ধরে কৃষক, দলিত ও সংখ্যালঘুদের ভয়ের পরিস্থিতির মধ্যে বসবাস করতে হচ্ছে৷ কেবল কংগ্রেসই নয়, প্রধানমন্ত্রী ও বিজেপিকে একই ভাষায় কটাক্ষ করেছে আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ