Advertisement
Advertisement
Narendra Modi

Narendra Modi: ‘বারবার ভোটে হেরেও অহংকার যায়নি’, সংসদে কংগ্রেসকে তীব্র আক্রমণ মোদির

দেশের প্রথম প্রধানমন্ত্রীকেও কটাক্ষ করলেন মোদি।

PM Narendra Modi slams Congress in Lok Sabha address | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:February 7, 2022 7:03 pm
  • Updated:February 7, 2022 8:10 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংসদে দাঁড়িয়ে কংগ্রেসকে তুলোধনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। বললেন, “বারবার ভোটে হারছে কংগ্রেস। তবু তাদের অহংকার যায়নি। মানুষ বারবার তাদের প্রত্যাখ্যান করছে।” পাশাপাশি করোনা পরিস্থিতিকে কংগ্রেস রাজনৈতিক কারণে ব্যবহার করেছে বলেও অভিযোগ করলেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে তাঁর আক্ষেপ, “কংগ্রেস যেভাবে চলছে তাতে স্পষ্ট যে আগামী ১০০ বছরেও ক্ষমতায় আসার ইচ্ছে নেই তাদের।”

বাজেট অধিবেশনের শুরুতে ভাষণ দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ধন্যবাদ জ্ঞাপন জবাবি ভাষণ দেন প্রধানমন্ত্রী। সেই বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন মোদি। বলেন, “একাধিক ভোটে হারার পরও কংগ্রেসের অহংকার যায়নি। মানুষ যখনই সুযোগ পায়, তখনই কংগ্রেসকে আর ফিরতে দেয়নি।” এর পর তাঁর কটাক্ষ, “ওদের আয়না দেখাবেন না। তাঁরা আয়নাও ভেঙে ফেলবে। সমালোচনা গণতন্ত্রের শক্তি, রত্ন। কিন্তু অন্ধ বিরোধী গণতন্ত্রের অপমান।” তিনি আরও বলেন, “বিভেদমূলক রাজনীতি কংগ্রেসের ডিএনএতে রয়েছে। ওরাই ‘টুকরে-টুকরে’ গ্যাংয়ের নেতা।” 

Advertisement

 

Advertisement

[আরও পড়ুন: বাংলাদেশ থেকে পালিয়ে এসে নিউ মার্কেটে মাছ বিক্রি, ডানলপ থেকে গ্রেপ্তার জঙ্গি]

করোনা পরিস্থিতি নিয়ে কংগ্রেস রাজনীতি করেছে বলেও তোপ দেগেছেন প্রধানমন্ত্রী। বলেন, “করোনাকেও রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। সেই সময় কংগ্রেস সমস্ত সীমা পার করে ফেলেছিল। এটা কি মানবিকতার জন্য ভাল  নিদর্শন?” পরিযায়ী শ্রমিকদের ইন্ধন দিয়ে দেশজুড়ে করোনা ছড়িয়ে দেওয়ার অভিযোগও এনেছেন কংগ্রেসের বিরুদ্ধে।

এদিন সংসদে জওহরলাল নেহরুকে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। বলেন, “দেশের প্রথম প্রধানমন্ত্রী বলেছিলেন, কোরিয়ায় কিছু হলে তা এখানে মূল্যবৃদ্ধিতে প্রভাব ফেলবে। ভেবে দেখুন, এটা সেই সময় কত গুরুত্বপূর্ণ সমস্যা ছিল। আমরা ওঁদের মতো হাল ছেড়ে দিই না।” সবমিলিয়ে এদিন সংসদে প্রধানমন্ত্রীর আক্রমণের লক্ষ্য ছিল কংগ্রেস।  

[আরও পড়ুন: জীবনের প্রথম আয় মোটে ২৫ টাকা, কত টাকার সম্পত্তি রেখে গেলেন লতা মঙ্গেশকর?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ