সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনকের (Rishi Sunak) নাম নিশ্চিত হতেই তাঁকে অভিনন্দন জানিয়ে টুইট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এবার দুই রাষ্ট্রনেতার কথা হল টেলিফোনে। মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে তাঁদের কথা হয়েছে বলে জানা গিয়েছে।
এই সাক্ষাৎ নিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, ‘আজ ঋষি সুনাকের সঙ্গে কথা বলে অত্যন্ত আনন্দিত। ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ওঁকে অভিনন্দন জানালাম। আমরা একসঙ্গে কাজ করব আমাদের কৌশলি অংশীদারিত্বকে আরও মজবুত করে তুলতে। পাশাপাশি সমতাযুক্ত মুক্ত বাণিজ্য চুক্তির গুরুত্ব সম্পর্কেও আমরা একমত হয়েছি।’
পরে মোদিকে ধন্যবাদ জানিয়ে টুইট করেন সুনাকও। সেই সঙ্গে তিনিও জানিয়ে দেন, আগামী দিনে দুই মহান গণতন্ত্র একসঙ্গে কাজ করবার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।
প্রসঙ্গত, ভারতের সঙ্গে ব্রিটেনের মুক্ত বাণিজ্যিক চুক্তি সম্পন্ন হওয়ার কথা ছিল দীপাবলির আগে। তবে ব্রিটেনের অস্থির রাজনৈতিক পরিস্থিতি এবং অর্থনৈতিক সংকটের মাঝে এই চুক্তি সম্পন্ন হয়নি। কিন্তু এদিনের কথোপকথনের পর তা দ্রুত সম্পন্ন হওয়ার সম্ভাবনাই বাড়ল।
উল্লেখ্য, আগামিকালই ব্রিটেনের বিদেশ সচিব জেমস ক্লেভারলি ভারতে আসছেন বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে সাক্ষাৎ করতে। দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে মজবুত করতে তাঁরা কথা বৈঠক করবেন বলে জানা গিয়েছে।
এদিকে জানা গিয়েছে, ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী ১০ ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীদের যে বাসস্থান সেখানে থাকবেন না। বরং ওই অঞ্চলেই একটি ফ্ল্যাটে স্ত্রী ও দুই কন্যাকে নিয়ে বাস করবেন সুনাক। যখন তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসনের চ্যান্সেলর ছিলেন তখন থেকেই এই ফ্ল্যাটে থাকেন ঋষি। প্রধানমন্ত্রী হয়েও তা ছাড়তে রাজি নন তাঁরা। প্রধানমন্ত্রীর মুখপাত্র জানিয়েছেন, ”ওঁরা ওখানেই সুখে রয়েছেন। তাই আর বাসস্থান বদলাতে চাইছেন না।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.