Advertisement
Advertisement
Mulayam Singh Yadav

শারীরিক অবস্থার অবনতি, ICU-তে মুলায়ম সিং যাদব, খোঁজ নিলেন মোদি

বর্ষীয়ান রাজনীতিকের একাধিক প্রত্যাঙ্গে শারীরিক সমস্যা রয়েছে।

PM Narendra Modi talked to Akhilesh Yadav and inquired about Mulayam Singh Yadav's Health Condition | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:October 3, 2022 9:32 am
  • Updated:October 3, 2022 9:39 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল  ডেস্ক: গুরুতর অসুস্থ সমাজবাদী পার্টির (Samajwadi Party) প্রবীণ নেতা মুলায়ম সিং যাদব (Mulayam Singh Yadav)। একাধিক শারীরিক সমস‌্যা নিয়ে গুরুগ্রামের হাসপাতালে ভরতি রয়েছেন অশীতিপর এই নেতা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রবীণ এই রাজনীতিকের শারীরিক অবস্থা সংকটজনক। অখিলেশ যাদবকে ফোন করে বর্ষীয়ান রাজনীতিকের স্বাস্থ্যের খবর নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সবরকম সাহায্যের আশ্বাস দিলেন।   

কয়েক বছর আগেই শারীরিক সমস‌্যার কারণে দলের নানাবিধ গুরুতর দায়িত্ব ছেড়ে দিয়েছেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) প্রাক্তন মুখ‌্যমন্ত্রী। তবে এখনও সমাজবাদী পার্টির ক্ষেত্রে তাঁর কথাই শেষ কথা। কিন্তু মইনপুরের সাংসদের শারীরিক অবস্থা নিয়ে কোনও মন্তব‌্য করতে চায়নি মুলায়মের প্রতিষ্ঠিত দলই। দিন কয়েক আগেই মুলায়ম সিংকে ভরতি করা হয় গুরুগ্রামের হাসপাতালে। তবে শনিবার থেকে শরীরিক সংকট বৃদ্ধি পাওয়ায় তাঁকে আইসিইউ-তে স্থান্তরিত করা হয়েছে। মেদান্ত হাসপাতাল মূত্রে জানা গিয়েছে বর্তমানে ড. সুশীলা কাটারিয়ার অধীনে চিকিৎসাধীন রয়েছেন মুলায়ম। তাঁর একাধিক প্রত‌্যঙ্গে সমস‌্যা রয়েছে।

Advertisement

[আরও পড়ুন: যোগীরাজ্যে দুর্গামণ্ডপে ভয়াবহ আগুন, মৃত্যু এক মহিলা ও ২ নাবালকের]

গত জুলাই মাসেও সাধারণ রুটিন শারীরক পরীক্ষা করাতে হাসপাতালে ভরতি হয়েছিলেন মুলায়ম। তখনও তাঁর কিছু জটিলতা দেখা দেয়। বাবার অবস্থা সংকটজনক হওয়ায় রবিবার নয়াদিল্লি এসে পৌঁছন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব (Akhilesh Yadav)। ভাই শিবপাল যাদবও দিল্লি (Delhi) এসেছেন। তবে প্রবীণ নেতার স্বাস্থ‌্য বিষয়ে বিস্তারিত কোনও তথ‌্য প্রকাশ করা হয়নি। উত্তরপ্রদেশের উপমুখ‌্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য জানিয়েছেন, “আমরা রাজ্যের প্রাক্তন মুখ‌্যমন্ত্রীর অসুস্থতার খবর পেয়েছি। আমরা তাঁর দ্রুত আরোগ‌্য কামনা করছি।”

Advertisement

[আরও পড়ুন: যোগীরাজ্যে দুর্গামণ্ডপে ভয়াবহ আগুন, মৃত্যু এক মহিলা ও ২ নাবালকের]

অসুস্থ মুলায়ম সিং যাদবের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্র মারফত জানা গিয়েছে, সমাজবাদী পার্টির বর্তমান সভাপতি তথা মুলায়ম সিং যাদবের ছেলে অখিলেশ যাদবকে ফোন করেন মোদি। ফোনে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি। এইসঙ্গে বর্ষীয়ান রাজনীতিকের চিকিৎসার বিষয়ে সব রকম সাহায্যের আশ্বাস দেন।    

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ