BREAKING NEWS

২২ জ্যৈষ্ঠ  ১৪৩০  মঙ্গলবার ৬ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

মোদি হিন্দু বিরোধী, অভিযোগ গেরুয়া শিবিরের

Published by: Sangbad Pratidin Digital |    Posted: December 5, 2016 12:31 pm|    Updated: December 5, 2016 12:31 pm

PM's decision of demonetisation is against Hindu, alleges Hindu Mahasabha

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিল করেছেন দেশের উন্নতির লক্ষ্যে৷ কালো টাকার রমরমায় লাগাম টানতে৷ কিন্তু প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তেরই অন্য অর্থ খুঁজে বের করেছে অখিল ভারতীয় হিন্দু মহাসভা৷ হিন্দুদের বিরোধিতা করতেই নোট নাকচ করেছেন মোদি, অভিযোগ এমনটাই৷

গেরুয়া শিবিরের পক্ষ থেকেই উঠে আসা এ অভিযোগ নিঃসন্দেহে চমকপ্রদ৷ বিরোধীরা যখন হিন্দুত্ববাদ ছড়ানোর অভিযোগ তোলেন শাসকদলের বিরুদ্ধে, তখন হিন্দু মহাসভার অবস্থান ঠিক উল্টোদিকে৷ সংগঠনের সাধারণ সম্পাদকের দাবি, এমন একটা সময় নোট নাকচের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যখন হিন্দুদের বিয়ের মরশুম চলছে৷ বহু পরিবার এর ফলে বিপাকে পড়েছে৷ হাত পাততে হয়েছে অন্যদের কাছে৷ হিন্দুরা যখন চরম ভোগান্তিতে, তখন মুসলিম ভোট ব্যাঙ্ক বাড়ানোর কাজে নেমেছে শাসকদল৷ এমনটাই দাবি হিন্দু মহাসভার৷

গত সেপ্টেম্বরে শোলাপুরে এক বিজেপি সাংসদ চালু করেছেন বিশেষে ইসলামিক ব্যাঙ্কিং সার্ভিস৷ এই পরিষেবায় জমা পড়া টাকা দরিদ্র সংখ্যালঘুদের মধ্যে বিনা সুদে দেওয়া হবে৷ এই পদক্ষেপকেই টার্গেট করেছে হিন্দু মহাসভা৷ ঠিক তার পরপরই নোট বাতিলে সাধারণ মানুষের হাতে টাকার সংকট৷ এই পরিস্থিতি সংখ্যালঘুদের বাড়তি সুবিধা পাইয়ে দিয়ে ভোট টানার চেষ্টা করছে বলেও অভিযোগ৷ এমনকী হিন্দু মহসভার দাবি, মোদির হিন্দুত্বের মুখোশ আর টিকবে না৷ এই নোট বাতিলের পর্ব থেকেই মোদি জমানার অবসানের শুরু বলেও দাবি তাদের৷

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে