Advertisement
Advertisement

নাম না করে উমর-অনির্বাণকে নিশানা দোভালের

পুণেতে ইউথ ফর ডেভলপমেণ্ট সংগঠনের অনুষ্ঠানে এই বিষয়ে মন্তব্য করেন দোভাল৷

Pointing to the tolerant nature of Islam practised in India, Doval said

পুণেতে ইউথ ফর ডেভলপমেণ্ট সংগঠনের অনুষ্ঠানে এই বিষয়ে মন্তব্য করেন দোভাল৷

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 1, 2016 5:27 pm
  • Updated:June 1, 2016 6:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  দেশে মৌলবাদের প্রভাব বাড়েনি৷ তবে যারা দেশের জন্য কোনও কাজ না করেই এ নিয়ে বড় বড় কথা বলছে তাদের জবাব দেওয়া উচিত জনতারই৷ যদি কোনও মৌলবাদীর জাতিবিরোধী বক্তৃতা সমাজের ভিতে আঘাত না করে, তবে সেটা চিন্তার বিষয়৷ কেন না তাহলে বুঝতে হবে দেশের, জাতির, সমাজের ইচ্ছাশক্তির কোনও জোর নেই– বললেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল৷

সম্প্রতি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে জাতিবিরোধী স্লোগান দেওয়ার দায়ে অভিযুক্ত উমর খালিদ এবং অনির্বাণ ভট্টাচার্যর বিরুদ্ধে নেওয়া বিশ্ববিদ্যালয়ের পদক্ষেপে স্থগিতাদেশ দিয়েছে দিল্লি হাই কোর্ট৷ দোভালের মন্তব্য সেই সিদ্ধান্তেরই জের বলে মনে করছে ওয়াকিবহাল মহল৷ পুণেতে ইউথ ফর ডেভলপমেণ্ট সংগঠনের অনুষ্ঠানে এই বিষয়ে মন্তব্য করেন দোভাল৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement