Advertisement
Advertisement
PoK India

২-৩ বছরেই ভারতের অংশ হবে পাক অধিকৃত কাশ্মীর, দাবি হরিয়ানার বিজেপি নেতার

শুধুমাত্র প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বেই এমনটা সম্ভব হবে, দাবি বিজেপি নেতার।

PoK will be united with India in 2-3 years under leadership of PM Modi, says Haryana BJP leader | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:March 6, 2023 4:06 pm
  • Updated:March 6, 2023 4:06 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ২-৩ বছরের মধ্যেই ভারতের অংশ হবে পাক অধিকৃত কাশ্মীর (PoK), এমনটাই দাবি করলেন হরিয়ানার মন্ত্রী কমল গুপ্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) নেতৃত্বেই ভারতের সঙ্গে জুড়ে যাবে পাক অধিকৃত কাশ্মীর, কারণ ২০১৪ সালের আগে ভারত শক্তিশালী ছিল না। এখন ভারত যথেষ্ট শক্তিশালী, তাই আগামী কিছুদিনের মধ্যেই দেশের অংশ হতে চলেছে পাক অধিকৃত কাশ্মীর।

হরিয়ানার রোহতকে একটি অনুষ্ঠানে গিয়ে বিজেপি (BJP) নেতা বলেন, “রাম মন্দির তৈরির পথ খুলে দিয়েছি আমরা। ৩৭০ ধারা বিলোপ করেছে সরকার। এখন পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা প্রতিবাদ শুরু করেছেন। দেউলিয়া হয়ে যাওয়া পাকিস্তান নয়, ভারতের অংশ হয়ে বাঁচতে চান তাঁরা।” প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই কাশ্মীর ও লাদাখের সঙ্গে জুড়তে চেয়ে প্রতিবাদে শামিল হয়েছেন পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা। 

Advertisement

[আরও পড়ুন: টাকা তুলতেন না এটিএমে! পরিবার নিয়ে মানিকের বিদেশ যাত্রায় হাওয়ালা যোগের অনুমান ইডির]

কমল আরও বলেন, “২০১৪ সালের আগে ভারত একেবারেই শক্তিশালী রাষ্ট্র ছিল না। কিন্তু আমরা এখন যথেষ্ট শক্তিশালী হয়ে উঠেছি। দীর্ঘদিন ধরে কাশ্মীর দখল করে রেখেছে পাকিস্তান। কিন্তু আগামী দু-তিন বছরের মধ্যে সেই অঞ্চলও ভারতের দখলে চলে আসবে। ভারতের অংশ হবে পাক অধিকৃত কাশ্মীর এবং তা সম্ভব হবে শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বেই।”

Advertisement

প্রাকৃতিক বিপর্যয়, ঋণের বোঝায় জর্জরিত পাকিস্তান। দেশ চালাতে ব্যর্থ সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ। এহেন পরিস্থিতিতে পাক অধিকৃত কাশ্মীরের (PoK) বাসিন্দারা ভারতের নাগরিকত্ব নিতে চাইছেন বলে দাবি করেছিলেন পাকিস্তানি সমাজকর্মী আমজাদ আয়ুব মির্জা। তবে তাঁদের সেই স্বপ্ন পূরণ হবে কিনা, সময়ই তার উত্তর দেবে। 

[আরও পড়ুন: দোল-হোলিতে কলকাতার রাস্তায় ৪ হাজার পুলিশ, বাইক-স্কুটি নিয়ে কড়া পদক্ষেপ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ