Advertisement
Advertisement

Breaking News

Yogi Adityanath

নিজের বন্দুকের গুলিতেই মৃত্যু যোগী আদিত্যনাথের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীর

শনিবারই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর নিরাপত্তার কাজে যোগ দেওয়ার কথা ছিল তাঁর।

Police personnel deputed for Yogi Adityanath's security shoots himself dead | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:February 26, 2023 10:31 am
  • Updated:February 26, 2023 10:31 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) নিরাত্তার দায়িত্বে থাকা পুলিশের মৃত্যু ঘিরে ছড়াল তীব্র চাঞ্চল্য। জানা গিয়েছে, ভুলবশত গুলি চালিয়ে ফেলায় মাথায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান ওই পুলিশ আধিকারিক।

ঘটনা গত শুক্রবারের। মৃত পুলিশ কর্মীর নাম সন্দীপ যাদব। উত্তরপ্রদেশ পুলিশের (Uttar Pradesh) তরফে অতিরিক্ত এসপি আশুতোষ মিশ্র জানিয়েছেন, শনিবার অর্থাৎ গতকালই যোগী আদিত্যনাথের নিরাপত্তার কাজে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু তার আগেই সব শেষ। কিন্তু আত্মঘাতী হননি তিনি। গোটা ঘটনাই ঘটেছে মুহূর্তের ভুলে। ঠিক কীভাবে চলল গুলি?

Advertisement

[আরও পড়ুন: রাত বাড়লেই ফ্ল্যাটে ফুর্তির ফোয়ারা, হৈমন্তীর উদ্দাম জীবনযাপনে অতিষ্ঠ ছিলেন পড়শিরা]

আশুতোষের কথায়, “মসৌলি থানার অন্তর্গত এলাকায় বাড়ি সন্দীপ যাদবের। নিজের বাড়িতেই সার্ভিস রিভলভারটি পরিষ্কার করছিলেন তিনি। সেই সময়ই ভুলবশত ট্রিগারটি টিপে দেন তিনি। বেরিয়ে আসে গুলি। যা সোজা গিয়ে লাগে সন্দীপের মাথায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।”

Advertisement

ঘটনার পর থেকেই সন্দীপের বাড়িতে শোকের ছায়া। ইতিমধ্যেই তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। জানা গিয়েছে, তিনি হেড কনস্টেবলের পদে কর্মরত ছিলেন। সম্প্রতি প্রায় এমনই এক খবর উঠেছিল এসেছিল শিরোনামে। জানা গিয়েছিল, পাহাড়গঞ্জ থানায় দিল্লি পুলিশের হেড কনস্টেবল নিজের সার্ভিস রিভলভার চালিয়েই আত্মঘাতী হয়েছিলেন। উদ্ধার হয়েছিল সুইসাইড নোটও। যদিও উত্তরপ্রদেশের ঘটনা আত্মহত্যা নয় বলেই দাবি পুলিশের। 

[আরও পড়ুন: ‘দেউলিয়া’ পাকিস্তানকে উদ্ধার করবেন মোদিই! দাবি RAW-এর প্রাক্তন প্রধানের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ