Advertisement
Advertisement
Pradyot Dev Barma

ফুরিয়েছে রাজার ধন! নির্বাচনে লড়তে সমর্থকদের কাছে হাত পাতলেন প্রদ্যোত দেববর্মণ

এবার ৪০টি আসনে প্রার্থী দিয়েছেন প্রদ্যোত।

Pradyot Dev Barma asked supporters for financial help to fight the elections | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:February 2, 2023 5:15 pm
  • Updated:February 2, 2023 5:15 pm  

প্রণব সরকার, আগরতলা: ত্রিপুরা (Tripura) বিধানসভা নির্বাচনের আগেভাগে চাপে রাজামশাই! যেহেতু রাজার ধনও ফুরায় একদিন। পরিস্থিতি এমন যে জনগণের কাছে হাত পাততে বাধ্য হচ্ছেন তিনি। ব্যাংক অ্যাকাউন্ট খুলে অর্থ সাহায্য চাইছেন ত্রিপুরা রাজ পরিবারের উত্তরসূরি প্রদ্যোত কিশোর মানিক্য দেববর্মণ (Pradyot Kishore Manikya Deb Barma)। নির্বাচনে লড়াইয়ের জন্য তাঁর কাছে পর্যাপ্ত অর্থ নেই বলেই জানিয়েছেন তিনি। যা নিয়ে জল্পনা শুরু হয়েছে ত্রিপুরার রাজনৈতিক মহলে।

গত নভেম্বর মাসেও রাজকীয় মেজাজে দেখা গিয়েছিল প্রদ্যোতকে। শাসকদলকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেছিলেন, “মোঘল, ব্রিটিশরাও মানিক্য সামাজ্র্যকে হারাতে পারেনি। তো BJP কোন ছাড়? তারা কী করতে পারবে? আমি তাদের চ্যালেঞ্জের মোকাবিলা করতে প্রস্তুত আছি। তারা ভেবেছিল, আমি ওদের কাছে মাথা নত করব। কিন্তু তারা ভুলে গিয়েছে যে আমার শরীরে মানিক্য রাজবংশের রক্ত বইছে। তারা আমাকে চ্যালেঞ্জ জানাতে এলে আমিও দেখিয়ে দেব। টাইগার আভি ভি জিন্দা হ্যায়।”

Advertisement

[আরও পড়ুন: অশান্তির জের, ২৫ বছরের লিভ-ইন সঙ্গীকে অ্যাসিড ছুঁড়ে মারলেন বৃদ্ধ]

আসন্ন বিধানসভা নির্বাচনে এককভাবে লড়ছে প্রদ্যোতের দল তিপ্রামথা । জানা গিয়েছে, সব মিলিয়ে ৪০টি আসনে প্রার্থী দিয়েছেন রাজার দল। কিন্তু প্রার্থীদের জন্য পর্যাপ্ত অর্থ দিতে পারছেন না দলের চেয়ারম্যান তথা ত্রিপুরা রাজবংশের উত্তরসূরি। এমন অবস্থায় জনগণের কাছে সাহায্যের হাত পাতলেন রাজা। এক টুইটে বার্তায় সমর্থকদের অর্থদান করে দলের পাশে দাঁড়াতে অনুরোধ করেছেন তিনি। ওই টুইটে ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে অর্থ সাহায্য চেয়েছেন।

[আরও পড়ুন: সুস্থ গণতন্ত্র ফেরাতে কংগ্রেসকে শক্তিশালী করা ছাড়া বিকল্প নেই, মত ইতিহাসবিদ রামচন্দ্র গুহর]

প্রথম থেকেই গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি জানিয়ে আসছেন প্রদ্যোত। যদিও পৃথক রাজ্যের ইস্যুতে তাঁর পাশে থাকতে রাজি নয় কোনও দল। ফলে রাজার দল তিপ্রামথা এবার একাই ভোটে লড়ছে। আলাদা রাজ্য ছাড়াও আদিবাসীদের সমস্যাকে প্রধান ইস্যু করছেন প্রদ্যোত। ক’দিন আগে বলেছিলেন, “অসম, নাগাল্যান্ড, মিজোরামে নিজেদের অধিকার পেয়েছেন আদিবাসীরা। ত্রিপুরায় তা হয়নি। এই অধিকার পাওয়ার জন্য আমাদের লড়াই করতে হচ্ছে।” গ্রেটার তিপ্রাল্যান্ড, আদিবাসী ইস্যুতে কি ভোট জয় আসবে? সময়ই উত্তর দেবে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement