১৫ আশ্বিন  ১৪৩০  মঙ্গলবার ৩ অক্টোবর ২০২৩ 

READ IN APP

Advertisement

‘সরকার দাবি না মানলে GST দেবেন না’, বিদ্রোহ ঘোষণা প্রধানমন্ত্রীর ভাই প্রহ্লাদ মোদির

Published by: Subhajit Mandal |    Posted: July 31, 2021 8:54 am|    Updated: July 31, 2021 8:54 am

Prahlad Modi, Prime Minister Narendra Modi's brother asked traders not to pay GST till their demands are met | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার একযোগে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ভাই তথা অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস ডিলার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি প্রহ্লাদ মোদি। রেশন ব্যবসায়ীদের উদ্দেশে তাঁর পরামর্শ, নিজেদের দাবি-দাওয়া সঠিকভাবে সরকারের কাছে তুলে ধরুন। তারপরও যদি সরকার আপনাদের দাবি না মানে, তাহলে জিএসটি (GST) দেবেন না। প্রধানমন্ত্রীর ভাইয়ের এই বিদ্রোহে রীতিমতো অস্বস্তিতে কেন্দ্রের বিজেপি (BJP) সরকার।

শুক্রবার মহারাষ্ট্রে ট্রেডার্স অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে রেশন ব্যবসায়ীদের পক্ষ নিয়ে কার্যত একযোগে কেন্দ্র ও রাজ্যকে তোপ দাগেন প্রহ্লাদ মোদি (Prahlad Modi)। তাঁর সাফ কথা,”সঠিকভাবে বিক্ষোভ দেখান। নরেন্দ্র মোদি হোক বা উদ্ধব ঠাকরে হোক, সবাইকেই আপনাদের কথা শুনতে হবে। আমরা গণতান্ত্রিক দেশে বাস করি, কারও গোলামি করি না।” প্রধানমন্ত্রীর ভাইয়ের পরামর্শ, এমন বিক্ষোভ দেখাতে হবে, যাতে মোদি বা উদ্ধব ঠাকরেরা আপনাদের দুয়ারে চলে আসে। আসলে লকডাউনের জেরে মহারাষ্ট্রের বহু ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন। শুক্রবার তাদের দাবি-দাওয়া নিয়েই সরব হোন প্রহ্লাদ মোদি। উল্লেখ্য, প্রহ্লাদ মোদি অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস ডিলার্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট। দেশজুড়ে প্রায় সাড়ে ৬ লক্ষ ফেয়ার প্রাইস শপের ডিলার তাঁর সংঠনের সঙ্গে যুক্ত। 

[আরও পড়ুন: BJP শাসিত রাজ্যের তুলনায় কম Vaccine বাংলাকে! পরোক্ষে স্বীকার কেন্দ্রের]

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর ভাই প্রহ্লাদ মোদি দীর্ঘদিন ধরেই কেন্দ্রের একাধিক নীতির বিরুদ্ধে সুর চড়িয়ে আসছেন। এর আগে তাঁকে কেন্দ্র বিরোধী আন্দোলনের জন্য গ্রেপ্তারও হতে হয়েছে। বিগত লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রের বিরুদ্ধে ‘জেল ভরো’ আন্দোলনের হুমকি দিয়েছিলেন প্রধানমন্ত্রীর ছোট ভাই। সেবার রেশন ডিলার সংগঠনের হয়ে কেন্দ্রীকে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। তাঁর অভিযোগ ছিল, কেন্দ্রের নীতির জন্যই দেশে গণবণ্টন ব্যবস্থা উঠে যেতে বসেছে। খাদ্যের অধিকার সংবিধান স্বীকৃত৷ কিন্তু কেন্দ্রের নীতির জন্যই দেশের একটি বড় অংশের মানুষ এই অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে